প্রচ্ছদ / খবর / বাগেরহাটে ৩০ বেদে পরিবারের শিশুদের বস্ত্র বিতরণ

বাগেরহাটে ৩০ বেদে পরিবারের শিশুদের বস্ত্র বিতরণ

বাগেরহাটে দুটি বেদে বহরের ৩০টি পরিবারের বিভিন্ন বয়সের ৪৯ জন শিশুর মাঝে নতুন পোষাক বিতরণ করা হয়েছে।

Bagerhat-Pic-(20-01-2015)1সোমবার রাতে প্রথম আলো ত্রাণ তহবিল থেকে পাওয়া ওই পোশাকক বিতরণ করে।

বাগেরহাট বন্ধুসভার সদস্যরা উপস্থিত থেকে সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নের সুন্দরঘোনা গ্রামে অবস্থানরত ঐ দুটি বেদে বহরের শিশুদের মাঝে এ সব পোষাক বিতরণ করেন। পরে শহরের বিভিন্ন এলাকা ঘুরে আরও ৩৮ জন শিশুকে নতুন পোষাক দেয়া হয়।

মুন্সীগঞ্জ জেলার মো: মোশাররফ হোসেন সর্দার (৩৫) ও টাঙ্গাইল জেলার মো: আক্কেল আলী সর্দারের (৪২) নেতৃত্বে এই দুটি বেদে বহর এক মাসেরও বেশী সময় ধরে সুন্দরঘোনা গ্রামে অবস্থান করছে।

বাগেরহাট বন্ধুসভার সহ-সভাপতি সাজ্জাদ হোসেন শাওন, প্রশিক্ষণ সম্পাদক রিজিয়া পারভীন, প্রথম আলোর বাগেরহাট জেলা প্রতিনিধি আহাদ হায়দারসহ বাগেরহাট সভার সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।

২০ জানুয়ারি ২০১৫ :: স্টাফ করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।
এস/আই হক-এনআরএডিটর/বিআই

About ইনফো ডেস্ক