প্রচ্ছদ / আরও... / সিলস প্রকল্প সমাপ্তি অবহিতকরণ সভা অনুষ্ঠিত

সিলস প্রকল্প সমাপ্তি অবহিতকরণ সভা অনুষ্ঠিত

‘‘আমাদের বন, আমাদের জীবন’’ সিবিএএস-এসআরএফ (সিলস) প্রকল্প সমাপ্তি অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

Mongla-Pic-1(19-01-15)সোমবার বিকালে মংলা পোর্ট পৌরসভার মিলনায়তনে সিলস ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

মংলা পোর্ট পৌরসভার মেয়র মো: জুলফিকার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় সরকারী-বেসরকারী বিভিন্ন দপ্তর ও সংস্থার কর্মকর্তা-প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র এডিপিএম লাবলু খান, উপজেলা টিম লিডার সুব্রত মিস্ত্রি ও জিউধারা ফরেস্ট ষ্টেশন অফিসার মো: ইসমাইল হোসেন প্রমুখ।

ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক সহায়তা এবং বনবিভাগের সহযোগিতায় সিলস প্রকল্পটির বাস্তবায়ন করেছে ওয়ার্ল্ড ভিশন। এ প্রকল্পটি দীর্ঘ ৩ বছর ধরে সুন্দরবন নির্ভরশীল মানুষের বিকল্প জীবিকায়নসহ সুন্দরবনের পরিবেশ ও জীববৈচিত্র সংরক্ষণে নানা ধরণের কাজ করেছেন।

সিলস প্রকল্পের কার্যক্রম মংলাসহ উপকূলীয় এলাকার মানুষের কাছে সম্মরীণয় হয়ে থাকবে বলে অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন। এ ধরণে কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানান তারা।

১৯ জানুয়ারি ২০১৫ :: ফয়সাল আহমেদ,
বাগেরহাট ইনফো ডটকম।।
এস/আই হক-এনআরএডিটর/বিআই

About ইনফো ডেস্ক