প্রচ্ছদ / খবর / বাগেরহাটে তিন দিনব্যাপী বিজ্ঞান মেলা শুরু

বাগেরহাটে তিন দিনব্যাপী বিজ্ঞান মেলা শুরু

বাগেরহাটে জেলা প্রশাসনের উদ্যোগে শুরু হয়েছে তিন দিনব্যাপী ৩৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা-২০১৫।

Bagerhat-District-Mapসোমবার (০২ মার্চ) দুপুরে বাগেরহাট স্বাধীনতা উদ্যান প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুস সামাদ।

মেলায় স্কুল-কলেজের ক্ষুদে বিজ্ঞানীরা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের স্টলে তুলে ধরেছে তাদের উদ্ভাবন।

বিভিন্ন স্টল ঘুরে দেখা গেছে, শিক্ষার্থীরা তৈরি করেছেন খামারবাড়ি, স্কুল, আধুনিক বাড়ি, নিরাপদ বহুতল ভবন, স্বল্প খরচের বিদ্যুৎ উৎপাদন প্লান্ট, পানি বিশুদ্ধকরণ পদ্ধতি, সাশ্রয়ী বৈদ্যুতিক বাতিসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন উপকরণ।

বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে সবার কাছে নিজেদের ভাবনা ও আবিষ্কার তুলে ধরতে পেরে বেজায় খুশি বিজ্ঞান মেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরও।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ। এখন আর কেউ ঘরে বসে নেই। যুুগের সাথে তাল মিলিয়ে নতুন প্রজন্মের শিশুরা দিন দিন এগিয়ে যাচ্ছে। এখনকার শিশুরা নতুন কিছু দেখলেই তা জানতে দারুণ আগ্রহী হয়ে ওঠে।

কেউ কেউ নানান আবিষ্কারের মধ্যমে তাদের শানিত মেধাকে বিকশিত করে যাচ্ছে। এই ক্ষুদে শিক্ষার্থীরা একদিন বড় বিজ্ঞানী হয়ে দেশের জন্য কাজ করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা।

বাগেরহাটের জেলা প্রশাসক মো. জাহাংগীর আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বাগেরহাটের পুলিশ সুপার মো. নিজামুল হক মোল্লা, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আলীম উদ্দিন, বাগেরহাট অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শফিকুল ইসলাম, শিক্ষাবিদ অধ্যাপক মোজাফফর হোসেন প্রমুখ।

আগামী ৪ মার্চ বুধবার পর্যন্ত বাগেরহাটে এই বিজ্ঞান মেলা চলবে বলে জেলা প্রশাসন জানিয়েছে।

০২ মার্চ ২০১৫ :: স্টাফ করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।
এস/আই হক-এনআরএডিটর/বিআই

About ইনফো ডেস্ক