সারাদেশে গনহত্যা এবং বিএনপি সহ ১৮ দলীয় জোটের নেতৃবৃন্দের মিথ্যা মামলার প্রতিবাদে সোমবার বিক্ষোভ মিছিল করেছে রামপাল উপজেলা বি.এনপি ও ১৮ দলীয় জোটের অঙ্গ সংগঠন সমূহ।
সোমবার বিকাল ৪টায় বাগেরহাট জেলা বিএনপির সদস্য ও রামপাল উপজেলা সাবেক সভাপতি মল্লিক মিজানুর রহমান মজনুর নেতৃত্বে ১৮ দলীয় ঐক্যজোটের নেতাকর্মীরা ফয়লাহাট বেলি-ব্রীজ থেকে মিছিল শুরু করে ফয়লাহাট স্কুল মাঠে এক সমাবেশে মিলিত হয়। পরে খুলনা-মংলা মহাসড়ক ঘুরে ফয়লাহাট বাজার হয়ে পুনরায় খুলনা মংলা মহাসড়কে গিয়ে সমাবেশ শেষ হয়।
সমাবেশে বক্তব্য দেন, উপজেলা বি.এনপির সদস্য আলতাফ হোসেন বাবু, কাজী তরিকুল ইসলাম, শেখ শহীদুল্লাহ, ফকির আলতাফ হোসেন, মোঃ ফিরোজ কবির, মোঃ হাফিজুর রহমান, আকবর হোসেন (আকো), সিরাজ মল্লিক, ছাত্রনেতা মোঃ পিয়াল, মোঃ হাসান, রিপন, জুয়েল প্রমুখ।
জেলা জামায়াতের সেক্রেটারি এ্যাডঃ শেখ আঃ ওয়াদুদ এর নেতৃত্বে অপর একটি মিছিল ফয়লাহাট পরিক্রমা শেষে একই সমাবেশে মিলিত হয়।
তারা জামায়াতে ইসলামির নায়েবে আমির মাওঃ দেলোয়ার হোসেন সাইদীর ফাসীর রায় বাতিল সহ অনান্য দাবির সাথে একাত্ততা প্রকাস করে।
জামায়াতে ইসলামির পক্ষ থেকে উক্ত সমাবেশ উপস্থিত ছিলেন, জেলা নায়েবে আমির মাও রেজাউল করিম, উপজেলা আমির আলহাজ্ব মাওঃ জুলফিকার আলী, উপজেলা জামায়াতের সেক্রেটারি সাবেক গৌরম্ভা ইউপি চেয়্যারম্যান শেখ নাসের উদ্দিন, প্রভাষক ইকবাল হোসেন, আঃ হাই মল্লিক, উপজেলা শিবিরের সাবেক সভাপতি আসাদুজ্জামান, মোঃ সেকেন্দার আলী, মোঃ জিহাদুল ইসলাম, মাওঃ শমশের আলী, মাওঃ নেয়ামত আলী সহ অন্যান্য নেতৃবৃন্দ।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More