প্রচ্ছদ / খবর / রামপালে ডিজিটাল মেলা শুরু

রামপালে ডিজিটাল মেলা শুরু

বাগেরহাটের রামপালে উপজেলা প্রশাসনের উদ্যোগে দুই দিনব্যাপী ডিজিটাল মেলা শুরু হয়েছে।

Rampalরোববার (২২ মার্চ) সকালে উপজেলা চত্ত্বরে মেলার উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন বাগেরহাট-৩(মংলা-রামপাল) আসনের সাবেক সাংসদ বেগম হাবিবুন নাহার তালুকদার।

রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু রাফা মোহাম্মদ আরিফের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, সিডিপি’র কোস্টাল এরিয়ার উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা শেখ আব্দুল জলিল, মংলা উপজেলা চেয়ারম্যান মো: হাওলাদার আবু তাহের, রামপাল উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ মোয়াজ্জেম হোসেন প্রমুখ।

মেলায় সকাররি-বেসরকারি বিভিন্ন দপ্তর, সংস্থার, ইউনিয়ন ডিজিটাল সেন্টার ও বিদ্যালয়ের স্টল অংশ নিয়েছে।

উদ্বোধন শেষে প্রধান অতিথি অনান্য অতিথিদের নিয়ে অংশগ্রহণকারী স্টলগুলো পরিদর্শন করেন।

২২ মার্চ ২০১৫ :: মো: বজলুর রহমান, উপজেলা করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।
এস/আই হক-এনআরএ/বিআই

About ইনফো ডেস্ক