প্রচ্ছদ / খবর / মংলায় মিথ্যা ঘোষণা দিয়ে আনা কোটি টাকার খেলনা জব্দ

মংলায় মিথ্যা ঘোষণা দিয়ে আনা কোটি টাকার খেলনা জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম

Mongla-Portমিথ্যা ঘোষণার মাধ্যমে মংলা বন্দর দিয়ে আমদানি করা কোটি টাকার খেলনা সামগ্রী ভর্তি একটি কন্টেইনার জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।

সোমবার (১১ জুলাই) সকালে ওই কন্টেইনারটি জব্দ করা হয় বলে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান জানিয়েছেন।

তিনি বলেন, ঢাকার মুকিম কাটরার জুনায়েত স্টোর নামে একটি প্রতিষ্ঠান চীন থেকে অ্যাসোর্টেড গুডস ঘোষণা দিয়ে সম্প্রতি এসব খেলনা আমদানি করে।

প্রতিষ্ঠানটি কম ওজন ও কম দাম দেখিয়ে গত ২৯ মে মের্সাস এসআরএস সিন্ডিকেট নামে সিঅ্যান্ডএফের মাধ্যমে বিল অব এন্ট্রি সি (১০৮৫৩) দাখিল করে। প্রতিষ্ঠানটির ওজন ও দামের ঘোষণা অনুযায়ী ২ লাখ ২৭ হাজার টাকার শুল্কায়ন হয়।

কিন্তু গোপন সংবাদ পেয়ে শুল্ক গোয়েন্দারা মংলা কাস্টমসের সহযোগিতায় কন্টেইনার পরীক্ষা করে ওজন ও শুল্কায়ন মূল্যে ব্যাপক অনিয়ম পান।

ড. মইনুল খান জানান, কন্টেইনারের কায়িক পরীক্ষা করে অতিরিক্ত ১১ লাখ টাকা শুল্ক ফাঁকির তথ্য পায় গোয়েন্দারা। এর প্রেক্ষিতে ওই কন্টেইনারটি জব্দ করা হয়।এ ঘটনায় আমদানিকারককে জরিমানা ও মামলা দায়ের প্রক্রিয়া চলছে।

বিএন২৪/এসআই/বিআই/১১ জুলাই ২০১৬

About বাগেরহাট ইনফো নিউজ