স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম
বাগেরহাটের মোরেলগঞ্জে মুক্তিযোদ্ধা মুনসুর আলী হাওলাদার আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রাজধানী ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৪ এপ্রিল) সকালে তিনি ইন্তেকাল করেন।
মুক্তিযোদ্ধা মুনসুর আলী মোরেলগঞ্জ উপজেলার খাউলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জিটিভির বাগেরহাট জেলা প্রতিনিধি জামাল হোসেন বাপ্পার দাদা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি পাঁচ ছেলে, সাত মেয়ে, নানা-নানীসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
জামাল হোসেন বাপ্পা জানান, বুধবার (৫ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার সন্যাসী স্কুল মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে রাষ্ট্রিয় মর্যাদায় তাকে পারিবারিক কবরস্থনে দাফন করা হবে।
মুক্তিযোদ্ধা মুনসুর আলী হাওলাদারের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জেলা ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ।
এইচ/এসআই/বিআই/০৪ এপ্রিল, ২০১৭
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More