প্রচ্ছদ / খবর / ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম

বাগেরহাটের মোরেলগঞ্জের ব্যবসায়ী জাফর জমাদ্দার হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. মোস্তফা হাওলাদারকে (৬৭) গ্রেপ্তার করেছে র‌্যাব।

হত্যাকান্ডের প্রায় ১৩ বছর পর শনিবার রাতে ফরিদপুরের ভাংগা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মোস্তফা হাওলাদার জেলার মোরেলগঞ্জ উপজেলার বহরবুনিয়া গ্রামের প্রয়াত আসমত হাওলাদারের ছেলে।

রোববার (১৬ এপ্রিল) বিকালে সাজাপ্রাপ্ত ওই আসামিকে বাগেরহাটের মোরেলগঞ্জ থানায় হস্তান্তর করেছে র‌্যাব।

র‌্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর আদনান কবির বলেন, গোপন সংবাদে ফরিদপুরের ভাংগা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব সদস্যরা মোস্তফাকে গ্রেপ্তার করে।

২০০৩ সালের ১৬ জুলাই মোরেলগঞ্জের ব্যবসায়ী জাফর জমাদ্দার খুন হন। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় মোস্তফাকে ফাঁসির দণ্ড দেয় আদালত। তবে গ্রেপ্তার এড়াতে তিনি এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছিলেন। তিনি ২০১৩ সালে মোরেলগঞ্জ উপজেলার আফজাল খাঁ হত্যা মামলারও অভিযোগপত্রভুক্ত আসামি।

মেজর আদনান জানান, এই মামলাটি বর্তমানে বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতে বিচারাধীন রয়েছে। তবে জাফর জমাদ্দার হত্যা মামলার রায় কোন বছরে হয়েছে তা জানাতে পারেননি তিনি।

এজি//এসআই/বিআই/১৬ এপ্রিল, ২০১৭

About বাগেরহাট ইনফো নিউজ