প্রচ্ছদ / খবর / বাগেরহাট / কচুয়া / গরু চুরি করতে গিয়ে কাভার্ডভ্যানসহ ধরা

গরু চুরি করতে গিয়ে কাভার্ডভ্যানসহ ধরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম

বাগেরহাটের কচুয়া উপজেলার একটি গ্রাম থেকে গরু চুরি করে পালানোর সময় এক ব্যক্তিকে আটক করেছে এলাকাবাসী।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) ভোর রাতে কচুয়া উপজেলার বাধাল ইউনিয়নের যশোরদি গ্রাম থেকে তাকে আটক করে এলাকাবসী।

এসময় চুরি করা গরু নিয়ে যাবার জন্য আনা একটি কাভার্ডভ্যানও আটক করা হয়েছে।

পুলিশ জানায়, আটক সোহেল (৩১) মানিকগঞ্জের শিবালয় উপজেলার বরংগাইল গ্রামের বাসিন্দা। তার বাবার নাম আবুল হোসেন। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কচুয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. সাখায়েতুল ইসলাম বলেন, রাতে যশোরদি গ্রামের ইদ্রিস মোল্লার বাড়ির গোয়াল ঘর থেকে একটি গরু নিয়ে পালাচ্ছিল ওই ব্যক্তি। এসময় বাড়ির মালিক টের পেয়ে ধাওয়া দেয় এবং প্রতিবেশীদের সহযোগীতায় তাকে ধরে ফেলে।

এসময় ওই চোর চক্রের অপর সদস্যরা একটি কাভার্ডভ্যান রেখে পালিয়ে যায়।

‘স্থানীয়রা কাভার্ডভ্যানটি ভাংচুর করে এবং আটক ওই চোরকে উত্তমমাধ্যম দিয়ে বাধাল ইউনিয়ন পরিষদে সামনে বেঁধে রাখে। খবর পেয়ে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে এবং কাভার্ডভ্যানটি জব্দ করেছে।’

এ ঘটনায় ইদ্রিস মোল্লা বাদি হয়ে একটি মামলা দিয়েছেন।

এইচ//এসআই/বিআই/০৭ সেপ্টেম্বর, ২০১৭

About ইনফো ডেস্ক