প্রচ্ছদ / খবর / হরতালের সমর্থনে ১৮ দলের মিছিল, মহাসড়ক অবরোধ

হরতালের সমর্থনে ১৮ দলের মিছিল, মহাসড়ক অবরোধ

মঙ্গলবার দেশ ব্যাপি ১৮ দলের হরতালে বাগেরহাটে ভোরে মিছিল করেছে হরতাল সমর্থকরা।BagerhatNews02.04.13 (1)

ভোরে হরতালের সমর্থনে শহরের ভিআইপি মোড় থেকে মিছিল বের করে হরতাল সমর্থকরা। তারা মিছিল সহকারে সেথান থেকে বাগেরহাট-খুলনা মহাসড়কের দশানী এলাকায় সমাবেশ করে।

এ সময় রাজপথে বসে ও শুয়ে নেতা-কর্মীরা অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে। এছাড়া জেলার বিভিন্ন উপজেলায় নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

এদিকে, হরতাল সফল করতে মংলা-খুলনা মহাসড়কের বিভিন্নস্থানে পিকেটিং করেছে জামায়াত-শিবির। মহাসড়কের দিগরাজ, ভরসাপুর, সোনাতুনিয়া, ভাগা, ফয়লা ও কাটাখালী এলাকায় ভোর থেকে শিবির কর্মীরা অবস্থান নিয়ে পিকেটিংয়ের ফলে সকাল থেকে এ সকল রুটে যান চলাচল ছিল সম্পূর্ণ বন্ধ অবস্থায়।

তবে হরতালেও মংলা বন্দরে পণ্য বোঝাই-খালাস কাজ স্বাভাবিক ছিল বলে জানন বন্দর কর্মকর্তা।

জেলা সদরের কোথাও বড় ধরণের কোন সহিংসতা বা সংঘাতের খবর পাওয়া যায় নি।

এদিকে হরতালে কারনে বন্ধ ছিল সব ধরনের যান চলাচল ও শহরের দোকানপাট।

About বাগেরহাট ইনফো নিউজ