প্রচ্ছদ / খবর / ফকিরহাটে শিবির-পুলিশ সংর্ঘষ, পুলিশসহ আহত ১৫

ফকিরহাটে শিবির-পুলিশ সংর্ঘষ, পুলিশসহ আহত ১৫

সকালে বাগেরহাটের ফকিরহাটে জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের সংর্ঘষে ৬ পুলিশ সদস্যসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শী জানান, মঙ্গলবার সকাল ৯ টার দিকে খুলনা-বাগেরহাট মহাসড়কের ফকিরহাট উপজেলার কাঠালতলা এলাকায় জামায়াত-শিবির নেতা-কর্মীরা সড়ক অবরোধ করে গাড়ি ভাঙচুর ও টায়ার জ্বালিয়ে পিকেটিং করে।
এ সময় পুলিশ নাশকতামূলক কর্মকাণ্ডের আশংকায় পুলিশের তাদের ঠেকাতে গেলে তারা উপর চড়াও হয়ে ইট-পাটকেল নিক্ষেপ করলে। এতে উভয়ের মধ্যে সংর্ঘষ বেধে যায়।

এসময় পিকেটারা পিকাপ ও মটরসাইকেল সহ ৭ টি যানবাহন ভাংচুর করে। আহত হয় ৬ পুলিশসহ প্রায় ১৫ জন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আহতদের মধ্যে দেলোয়ার (২৫), সাত বছরের শিশু মিরাজুল ইসলাম ও মাসুম (১৯) রফিকুল ইসলাম নামের জানা গেছে।

ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুল আলম জানান, সংবাদ পত্রের গাড়ি ও মোটরসাইকেল ভাঙচুর করে জামায়াত-শিবির সড়ক অবরোধ করে রাখে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ২৮ রাউন্ড টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় পিকেটারদের ইটের আঘাতে ৬ পুলিশ সদস্য আহত হয়।

About ইনফো ডেস্ক