প্রচ্ছদ / খবর / বাগেরহাটে গাড়ী ভাংচুরের ঘটনায় দ্রুত বিচার আইনে মামলা

বাগেরহাটে গাড়ী ভাংচুরের ঘটনায় দ্রুত বিচার আইনে মামলা

বাগেরহাটে গাড়ী ভাঙচুরের ঘটনায় জামায়াতে ইসলামীর তিন থেকে চারশ’ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।
বাগেরহাটে গাড়ী ভাংচুরের ঘটনায় জামায়াতের জেলা নায়েবে আমীর মাওলানা রেজাউল করিম ও সেক্রেটারী এ্যাড. আব্দুল ওয়াদুদসহ ৪শ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
রোববার রাতে বাগেরহাট মডেল থানার উপ-পরিদর্শক সৈয়দ আশিকুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
বাগেরহাট মডেল থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খান বলেন, রোববার বিকালে জামায়াতের বিক্ষোভ মিছিল থেকে বিআরটিসির একটি যাত্রীবাহী বাস ভাংচুর করা হয়। এ ঘটনায় বাগেরহাট জেলা জামায়াতের আমীর, সেক্রেটারি, নায়েবে আমিরসহ ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় ৩/৪শ’ জনকে আসামি করে মামলা হয়েছে।

About ইনফো ডেস্ক