প্রচ্ছদ / খবর / ‘বিএনপি দক্ষিণাঞ্চলের কোন উন্নয়ন করেনি’

‘বিএনপি দক্ষিণাঞ্চলের কোন উন্নয়ন করেনি’

স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র ও বাগেরহাট-১ আসনের এমপি শেখ হেলাল উদ্দীন বলেছেন, ২০০১ সালে বিএনপি জোট ক্ষমতায় এসে দক্ষিণাঞ্চলের কোন উন্নয়ন করেনি। সব উন্নয়ন কার্যক্রম বন্ধ করে দিয়েছিল। মংলা বন্দরকে অকার্যকর করে দেওয়া হয়।

জাতির জনকের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দক্ষিণাঞ্চলসহ সারা দেশের উন্নয়ন হয়। বিএনপি-জামায়াত দেশটাকে লুটপাট করে খায়। দেশে স্বাধীনতা বিরোধী, জঙ্গি- সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিনত করেছিল তারা।

কোন অবস্থায় বিএনপিসহ তাদের জোট দেশে অরাজকতা করতে চাইলে তাদের প্রতিহতের আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আসতে হবে। আগামী নির্বাচনে দলীয় ভেদাভেদ ভূলে আওয়ামী লীগের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হতে হবে। সকল নেতাকর্মীকে নৌকার পক্ষে ঘরে-ঘরে গিয়ে ভোট চাইতে হবে,-শেখ হাসিনা সরকারের উন্নয়নের বার্তা পৌছে দিতে হবে।

বুধবার (১০ জানুয়ারি) বিকালে বাগেরহাট শহরের রেল রোডে দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত জনসভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ডা. মোজাম্মেল হোসেন এমপি।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা এস এম কামাল হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান শেখ কামরুজ্জামান টুকু, বাগেরহাট-২ আসনের সাংসদ মীর শওকাত আলী বাদশা, শেখ হেলালের ছেলে শেখ সারহান নাসের তন্ময়, সাবেক এমপি মীর দারু’র স্ত্রী ফরিদা আক্তার বানু, পৌর মেয়র খান হাবিবুর রহমান, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ প্রমুখ।

এজি//এসআই/বিআই/১০ জানুয়ারি, ২০১৮

About বাগেরহাট ইনফো নিউজ