প্রচ্ছদ / খবর / বাগেরহাট / কচুয়া / ঝড়ে গাছ পড়ে সড়ক বন্ধ, বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু

ঝড়ে গাছ পড়ে সড়ক বন্ধ, বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু

বাগেরহাটের কচুয়ায় ঝড়ে গাছপালা পড়ে সড়কে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি। এ সময় বজ্রপাতে মারা গেছেন এক বৃদ্ধ

সোমবার বিকেলে কচুয়া উপজেলার গোপালপুর ইউনিয়নের উত্তর গোপালপুর গ্রামে ঝড়ের সময়  বজ্রপাতে এ ঘটনা ঘটে।

নিহত সুলতান হাওলাদার (৬০) উত্তর গোপালপুর গ্রামের মৃত মোবারক হাওলাদারের ছেলে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জি. জি. বিশ্বাস জানান, বিকেল সাড়ে তিনটায় এ এলাকার ঝড়ে হয়। এসময় প্রবল বর্ষণে ও ঝড়ো হাওয়ায় বরিশাল-বাগেরহাট-খুলনা মহাসড়কের উপর গাছ উপড়ে পড়ে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

এর ফলে ওই সড়কে যানজট সৃষ্টি হয়। পরে সড়ক ও জনপথ বিভাগ গাছ কেটে সরিয়ে নিলে পৌনে ছয়টার দিকে যান চলাচল আবার স্বাভাবিক হয় বলে জানান ওসি।

তিনি আরো জানান, ঝড়ের সময় সুলতান হাওলাদার বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে বাড়ির পাশের মাঠে যান। অনেক পরেও তিনি বাড়ি ফিরে না আসায় লোকজন তোকে মাঠে খুঁজতে যায়। মাঠে সুলতানের ঝলসানো দেহ পড়ে ছিল।

২০.০৫.২০১৩ :: অলীপ ঘটক, বিশেষ প্রতিনিধি,
বাগেরহাট ইনফো ডটকম।।

About ইনফো ডেস্ক