প্রচ্ছদ / খবর / মুক্তিপণের দাবিতে সুন্দরবনে জেলে অপহরণ

মুক্তিপণের দাবিতে সুন্দরবনে জেলে অপহরণ

সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ফারুক হাওলাদার (২২) নামের এক জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা।

সোমবার বিকেলে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের ফেরির খাল এলাকা থেকে বনদস্যুরা তাকে অপহরণ করে।

তারা ঐ জেলের মুক্তিপণ হিসেবে চার লাখ টাকা দাবি করা হয়েছে। অপহৃত জেলে বাগেরহাটের শরণখোলা উপজেলার উত্তর রাজাপুর গ্রামের আব্বাস হাওলাদারের ছেলে।

স্থানীয় মৎস্য ব্যবসায়ীরা জানান, সোমবার বিকেল তিনটার দিকে বনের ফেরির খালে উত্তর রাজাপুর এলাকার জেলেরা মাছ ধরছিলেন। এসময় বনদস্যু বাহিনীর ৭-৮ জন সশস্ত্র দস্যু জেলেবহরে হানা দিয়ে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে আতঙ্ক সৃষ্টি করে।

একপর্যায়ে মৎস্য ব্যবসায়ী রফিকুলের ট্রলার থেকে ফারুক নামের ওই জেলেকে অপহরণ করে নিয়ে যায়। পরে মুঠোফোনের মাধ্যমে মুক্তিপণ হিসেবে চার লাখ টাকা দাবি করে দস্যুরা। দাবিকৃত টাকা পরিশোধ না করলে ওই জেলেকে হত্যা করা হবে বলে জানিয়ে দেয়া হয়েছে।

তবে ধানসাগর স্টেশনের কর্মকর্তা ওবায়দুল পাটোয়ারী জানিয়েছেন, জেলে অপহরণের বিষয়টি তাদের জানা নেই।

২০-০৫-২০১৩ :: মিজানুর রাকিব,
বাগেরহাট ইনফো ডটকম।।

About ইনফো ডেস্ক