প্রচ্ছদ / খবর / মংলায় বিশ্ব পরিবেশ দিবস পালিত

মংলায় বিশ্ব পরিবেশ দিবস পালিত

‘ভেবে চিন্তে খাই, অপচয় কমাই’- এই স্লোগানে মংলায় পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস।

সকালে দিবসটি উপলক্ষ্যে উপজেলা পরিষদের আয়োজনে পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের হয়। র‍্যালিটি শহর প্রদক্ষিণ শেষে শেহলাবুনিয়া মিশনারী হলরুমে গিয়ে শেষ হয়।

পরে সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পরিবেশবিদ ড. মো. মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নুর আলম শেখসহ বিভিন্ন সংগঠনের নেতারা।

এছাড়া পরিবেশ দিবস উপলক্ষে এর আগে শহরের পৌরসভা চত্বরে ‘সুন্দরবন বাচাও, পরিবেশ বাচাও’ স্লোগানে র‍্যালি ও মানববন্ধন কর্মসূচি পালন করে বেসরকারী উন্নয়ন সংস্থা আইডিয়া।

সেখানে বক্তারা লবণ পানি আটকে চিংড়ি চাষ বন্ধ ও সকল সরকারি খালের উপর অবৈধ বাঁধ অপসারণের দাবি জানান।

এদিকে দিবসটি নিয়ে নানা আয়জন থাকলেও স্থানীয় দের দাবি ছিল পরিবেশের জন্য হুমকি সু্ন্দরবন সংলগ্ন রামপালে বিদ্যুৎ কেন্দ্র স্থাপন বন্ধের।

০৫-০৬-২০১৩ :: উপজেলা নিউজ করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।

About ইনফো ডেস্ক