প্রচ্ছদ / খবর / যৌতুকের দাবিতে বাগেরহাটে গৃহবধুকে পিটিয়ে হত্যা

যৌতুকের দাবিতে বাগেরহাটে গৃহবধুকে পিটিয়ে হত্যা

যৌতুকের দাবিতে বাগেরহাট শহর সংলগ্ন গোবরদিয়ে গ্রামে সুমা আকতার (২৩) নামে এক গৃহবধূকে তার স্বামী কবির শেখ পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

BagerahtNews19.06.13বুধবার সকাল আনুমানিক ৬টার দিকে এ ঘটনা ঘটে। সুমা আক্তার গোপালগঞ্জের ঘোনাপাড়া গ্রামের জাকির শেখের মেয়ে।

ঘটনার পর থেকে পলাতক রয়েছে কবির শেখ ও তার পরিবারের লোকজন। কবির বাগেরহাট সদর উপজেলার গোবরদিয়া গ্রামের মৃত মজিদ শেখের ছেলে।

বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল কবির প্রতিবেশি ও স্থানীয়দের বরাত দিয়ে বাগেরহাট ইনফোকে জানান, চার বছর আগে সুমা ও কবিরের বিয়ে হয়। বিয়ের পর কবির প্রায়ই যৌতুক চেয়ে সুমার ওপর মানসিক ও শারীরিক নির্যাতন করতেন। ছয় মাস আগে ফেরত দেওয়ার কথা বলে সুমা তার বাবার বাড়ি থেকে ৪৫ হাজার টাকা এনে দেন।

সুমা সেই টাকা ফেরত চাইলে তার স্বামী কবির তাকে মারধর করে। এরই ধারাবাহিকতায় বুধবার সকালে সুমাকে পিটিয়ে শ্বাসরোধ করে হত্যা করে কবির পালিয়ে যান।

খবর পেয়ে সকাল ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপতাল মর্গে পাঠায়।

এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।

১৯-০৬-২০১৩ :: নিউজ করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।

About ইনফো ডেস্ক