প্রচ্ছদ / খবর / ইউপি চেয়ারম্যান বরখাস্ত

ইউপি চেয়ারম্যান বরখাস্ত

বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ বাশারাত হাওলাদারকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে।

Bagerhat-District-Mapস্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ৩৫৯ নম্বর স্মারকের মাধ্যমে তাকে এই বরখাস্ত করা হয়েছে।

স্থানীয় সরকার আইন ২০০৯-এর ৩৪(১) ধারা মোতাবেক তাকে সাময়িক এ বরখাস্ত করা হয়েছে। ভিজিডি-ভিজিএফের চাল-গম আত্মসাৎ, মুক্তিযোদ্ধাদের মারধর ও মুক্তিযোদ্ধা সংসদ অফিস ভাঙচুর, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের বিরোধিতার অভিযোগ ও বয়স কমানোর অভিযোগ প্রমাণিত হওয়ায় স্থানীয় সরকার আইন অনুযাই তার বিরুদ্ধ এই শাস্তি মুলক ব্যাবস্থা গ্রহণ করা হয়।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব মোছাম্ম কামরুন্নাহার স্বাক্ষরিত এই পত্রটি ফ্যাক্সযোগে সোমবার সন্ধ্যায় বাগেরহাটে পৌঁছায়।

বরখাস্ত আদেশের পর ইউপি চেয়ারম্যান মো. বাশারাত হাওলাদার বাগেরহাট ইনফোকে জানান, তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার। এছাড়া তার জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে তাকে এই বরখাস্ত করা হয়েছে। এই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন বলে তিনি জানান।

১৮-০৬-২০১৩ :: নিউজ করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।

About ইনফো ডেস্ক