গন্তব্য

আজও বর্ষনের অপেক্ষায় সন্ধ্যা,
সারাদিন ক্ষ্যাপা রোদ কে ছুটি দিয়ে পশ্চিমে যখন মেঘের আড্ডা জমেছে,
তখন ঠিক আযানের আওয়াজ জেগে উঠলো আহবানের আকুল কন্ঠে।
ফাঁকা রাস্তা মূহুতেই হল বাস্ত,
ঘরে ফেরা মানুষের কোলাহল ময়।
কালো মেঘের চোখ ফাঁকি দিয়ে পাখি ও আজ নীড়ে ফিরছে
স্বামীর কোমড়ে হাত জরিয়ে আর ছোট ছেলেটিকে সাইকেলের সামনে বসিয়ে বাড়ি ফিরছে কেউ !
কিছু যুবক আড্ডা মারছিল রাস্তার পাশে,
আযানের শব্দে একটি যুবক ঠোঁটে আঙ্গুল রেখে বললো, হিসসসস আযান দিচ্ছে।
হটোকারী যুবতিরা মাথায় গোমটা দিল
ক্লান্ত কৃষক ডুব মারলো পুকুরের ঠান্ডা পানির গহবরে।
তারপর মেঘ সরিয়ে চকচকে সাদা দাঁতের মত ভেঁসে উঠলো চাঁদ
তারপর আমি ফিরছি, সে ফিরছে, তুমি ফিরছো তোমার গন্তব্যে……..!

স্বত্ব ও দায় লেখকের…

About মল্লিক স্বাধীন রহমান

আমি আমার ইচ্ছামতো থাকা পছন্দ করি । আমি চাই যতটুকু সুখ হলে একটা মানুষের জীবনে আর সুখ ধরকার হয় না ঠিক ততটুকু । আমি ভাল না থাকলে ও চলবে তবে আমি চাই আমার মা বাবা ভাল থাকুক সব সময় । আমার জীবনের একটি ই ইচ্ছা আমি একজন ভাল অভিনেতা হতে চাই, আমি ভালো অভিনয় পারি না তবে ইতিমধ্যেই আমি আমার অভিনয় দিয়ে অনেক মানুষের বাহবা কুরিয়েছি ।আমি মাঝে মাঝে কবিতা আবৃত্তি করার চেষ্টা করি যানি না কেমন হয় । আর একটু লেখালেখি করি সখ থেকে । তবে আমি জানি যে আমি কিছু ই ভাল ভাবে পারি না, শুধু মাত্র ভালো ভাবে করার চেষ্টা করি । ধন্যবাদ ও শুভেচ্ছা সকল কে !