প্রচ্ছদ / খবর / মোরেলগঞ্জে অগ্নিকান্ডে গভীর রাতে বসত ঘর পুড়ে ছাই

মোরেলগঞ্জে অগ্নিকান্ডে গভীর রাতে বসত ঘর পুড়ে ছাই

শনিবার গভীর রাতে আগুনে পুঁড়ে ছাঁই হয়ে গেছে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া গ্রামের ফকরুল হাওলাদারের বসত বাড়ি।

মোড়েলগঞ্জে অগ্নিকান্ডে দোতালা বসতঘর পুড়ে ছাই। ছবি: বাগেরহাট ইনফো।
মোড়েলগঞ্জে অগ্নিকান্ডে দোতালা বসতঘর পুড়ে ছাই। ছবি: বাগেরহাট ইনফো।

এতে প্রায় ১২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান।

ফকরুল হাওলাদার বাগেরহাট ইনফোকে বলেন, ঘটনার রাতে আনুমানিক ৩ টার দিকে আকস্মিকভাবে তার বাড়ীর দোতলা বসত ঘরের চতুর্দিক থেকে এক যোগে আগুন জ্বলে ওঠে।

আগুনে ঘরে রক্ষিত নগদ ৩ লাখ টাকা, বিভিন্ন ধরনের মালামাল, ৪০ মন চাল, ১১ ভরি স্বর্ণালংকার, ২ মন ধানসহ কমপক্ষে ১২ লক্ষ টাকার  মালামাল পুঁড়ে ছাঁই হয়েছে। এ সময়ে দলিল পত্রসহ বহু প্রয়োজনীয় কাগজপত্রও পুঁড়ে গেছে।

তিনি আরও জানান, শত্রুতার কারনে পরিকল্পিতভাবে কেউ তার বাড়ীতে অগ্নিসংযোগ করতে পারে।

এব্যাপারে মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বাগেরহাট ইনফোকে জানান, খবর পেয়ে রবিবার দুপুরে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখনও পর্যন্ত কেউ থানায় এ বিষয়ে কোন অভিযোগ দেয়নি বলে তিনি উল্লেখ করেন।

৩০০৬-২০১৩ :: ইনজামামুল হক, নিউজ করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।

About ইনফো ডেস্ক