প্রচ্ছদ / খবর / চিতলমারীতে ভ্রাম্যমান আদালতের অভিযান; ২ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ

চিতলমারীতে ভ্রাম্যমান আদালতের অভিযান; ২ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ

বাগেরহাটের চিতলমারীতে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ২ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট জাল আটক করেছে।

অভিযান শেষে ম্যাজিষ্ট্রেট এর নেত্রীতে জব্দকৃত কারেন্ট জাল আগুনে পুঁড়িয়ে দেওয়া হচ্ছে।
অভিযান শেষে ম্যাজিষ্ট্রেট এর নেত্রীতে জব্দকৃত কারেন্ট জাল আগুনে পুঁড়িয়ে দেওয়া হচ্ছে।

সোমবার দুপুরে  নির্বাহী ম্যাজিষ্ট্রেট এর নেত্রীতে অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল জব্দকরে আগুনে পুঁড়িয়ে ভষ্মিভূত করা হয়েছে। এ সময় মোট আট হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুলু বিলকিস বানু বাগেরহাট ইনফোকে জানান, ভ্রাম্যমান আদালত পরিচালনা করে চিতলমারী উপজেলা বাজার এলাক থেকে প্রায় ২ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ ও জরিমানা আদায় করা হয়েছে।

এ সময় মেসার্স হাফিজ ফিস ট্রেডার্স সিলগালা ও মেসার্স প্রভা ফিসের কাছ থেকে নগদ ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

পরে বাজারের সওদাগর পট্টিতে অভিযান চালিয়ে সরকার নিষিদ্ধ প্রায় ২ লাখ টাকার কারেন্ট জাল জব্দ করে ভ্রাম্যমান আদালত। এ সময় শাহিন শিকদার, আলামিন ও এমান উদ্দিনের কাছ থেকে ৩ হাজার টাকা জরিমানা আদায় ও জব্দকৃত কারেন্ট জাল আগুনে পুঁড়িয়ে দেওয়া হয়।

০৯ জুলাই ২০১৩ :: ইনজামামুল হক, নিউজ করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।

About ইনফো ডেস্ক