প্রচ্ছদ / খবর / বাগেরহাট / কচুয়া / কচুয়ায় চাঁদা না দেওয়ায় সন্ত্রাসীদের হামলায় আহত স্থানীয় যুবদল

কচুয়ায় চাঁদা না দেওয়ায় সন্ত্রাসীদের হামলায় আহত স্থানীয় যুবদল

বাগেরহাটের কচুয়ায় সন্ত্রাসীদের দাবীকৃত চাঁদা না দেওয়ায় রানা পাইক নামে এক যুবদল নেতাকে লোহার রড ও হাতুরী দিয়ে বেদম মারপিটে আহত করেছে সন্ত্রাসীরা।

BagerhatNews26.07.13দাবীকৃত চাঁদার টাকা না দেওয়ায় গতকাল (বৃহস্পতিবার) দুপুরে উপজেলার সাংদিয়া স্কুলের সামনে প্রকাশ্যে দিবালোকে এ হামলা স্থানীয় চিহ্নিত সন্ত্রসীরা।

এসময় রানার চিৎকারশুনে পথচারীরা গুরুত্বর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করেছে।

রানা পাইক বাগেরহাটের কচুয়া উপজেলার সাংদিয়া গ্রামের আঃ জলিলের পুত্র ও স্থানীয় যুবদল নেতা।

আহতের পরিবারে পক্ষ থেকে জানা গেছে, রানা নিকট এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা ইতিপুর্বে ১লক্ষ টাকা চাঁদাদাবী করে। গতকাল দুপুরে রানা স্থানীয় সাংদিয়া স্কুলের সামনে বসে বন্দুদের সাথে গপ্প করছিলেন। এমন সময় লিটন কাজীর নেতৃত্বে আলামিন, বাইজিত, সিরাজুল, জাহিদসহ অজ্ঞাত আরো ২/৩জন রানাকে ধরে এনে প্রকাশ্যে বকুলতলা রাস্তার উপর ফেলে লোহার রড ও হাতুরী দিয়ে   বেদম পিটয়ে ফেলে রেখে চলে যায়।

এসময় তার ডাকচিৎকার শুনে পথচারীরা ছুটে এসে গুরুত্বর আহত অবস্থায় তাকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করে।

আহত রানা জানান, এলাকার একটি প্রভাবশালী মহল সন্ত্রাসী লিটন কাজী, আলামিন ,বাইজিত, সিরাজুল, জাহিদসহ অন্যন্যেদের রক্ষা করতে প্রশাসনের বিভিন্ন মহলে দৌরঝাপ শুরু করেছে এবং হামলার বিষয়ে কোন মামলা না করার জন্য হুমকী ধামকী দিচ্ছে।

এ ব্যাপারে কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জি জি বিশ্বাস জানান অভিযোগ পেলে রানার উপর হামলা কারীদের বিরুদ্বে আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।

২৬ জুলাই ২০১৩ ::
বাগেরহাট ইনফো ডটকম।।

About ইনফো ডেস্ক