প্রচ্ছদ / খবর / সমুদ্রবন্দর সমূহে ৩নং স্থানীয় সতর্কতা সংকেত

সমুদ্রবন্দর সমূহে ৩নং স্থানীয় সতর্কতা সংকেত

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের উপকূলের অদূরে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে।

Wather-signal-3আবহাওয়া অধিদপ্তর জানায়, এটি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এ লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে এবং গভীর সঞ্চরণশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে।

লঘুচাপেপ্রর ভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

শনিবার বেলা সোয়া ১১টায় বাংলাদেশ আবহাওয়া ‍অধিদপ্তরের দেওয়া সর্বশেষ বুলেটিনে বলা অনুযাই চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্রবন্দর সমূহকে ৩ (তিন) নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সাথে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছধরা নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের  কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

এদিকে, লঘুচাপের প্রভাবে গতকাল থেকেই থেমে থেমে বৃষ্টি চলছে দেশের দক্ষিণ অঞ্চলে। শুক্রবার সকাল থেকে শুরু হওয়া গুড়ি গুড়ি বৃষ্টিার ফলে অতিষ্ট হয়ে উঠেছে বাগেরহাটের জন-জীবণ। জেলার নিম্ন অঞ্চলে বসবাসরত কয়েক হাজার পরিবর আশংকায় আছে জোয়ারের পানি বেড়ে আবারও প্লাবিত হবার।

২৭ জুলাই ২০১৩ :: ইনজামামুল হক, নিউজ করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।

About ইনফো ডেস্ক