প্রচ্ছদ / খবর / শেখ হেলালের জনসভায় বোমা হামলার ঘটনায় আদালতে চার্জশীট

শেখ হেলালের জনসভায় বোমা হামলার ঘটনায় আদালতে চার্জশীট

বাগেরহাটের মোল্লাহাটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল উদ্দিনের নির্বাচনী জনসভায় বোমা হামলার ঘটনায় আদালতে অভিযোগপত্র দিয়েছে সিআইডি।
বুধবার সন্ধ্যায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) জ্যেষ্ট বিচারিক হাকিম রেজওয়ানুজ্জামানের আদালতে মুফতি হান্নানসহ ৪ জেএমবি সদস্যের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশীট) দাখিল করেন।
সিআইডির দেওয়া চার্জশীটে অভিযুক্তরা হলো নিষিদ্ধঘোষিত সংগঠন হরকাতুল জিহাদ (হুজি) নেতা মুফতি আব্দুল হান্নান (৫০), বাগেরহাটের মোল্লাহাট উপজেলা বিএনপির সাবেক সভাপতি শিকদার বাদশা মিয়া (৭০), জেএমপির ৪ সদস্য, জিল্লুর রহমান ওরফে জিনু মোল্লা (৬০), আবু তালেব (৪২), আরিফুজ্জামান ওরফে আনিস (৪০) এবং হাফেজ মোহাম্মদ রকিব হাসান ওরফে রাসেল ওরফে হাসান (৪৩)।
চার্জশীট ভূক্ত আসামীদের মধ্যে মুফতি হান্নান ও আনিসের বাড়ী গোপালগঞ্জে, রাকিবের বাড়ী জামালপুরে এবং জিন্নু মোল্লা, আবু তালেব ও বাদশা মিঞার বাড়ী মোল্লাহাট উপজেলায়।
মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইপির ফরিদপুর জোনের সহকারী পুলিশ সুপার সিদ্দিকুর রহমান জানান, ২০০১ সালের ২৩ সেপ্টেম্বর অষ্টম জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগমূহুর্তে মোল্লাহাটের খলিলুর রহমান কলেজ মাঠে শেখ হেলালের নির্বাচনী জনসভায় পেতে রাখা বোমার বিস্ফোরণ ঘটানো হয।
এতে জনসভায আসা ৮ জন নিহত ও শেখ হেলালসহ আওযামী লীগের অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হয়।
এই ঘটনার পরদিন মোল্লাহাট উপজেলা আওযামী লীগের তৎকালীন সভাপতি চৌধুরী জিযাউল ইসলাম বাদী হয়ে জেলা বিএনপির তৎকালীন সভাপতি এমএএইচ সেলিমসহ ১৭৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা ও বিস্ফোরক দ্রব্য নিযন্ত্রণ আইনে মামলা করেন।
বাগেরহাট আদালতের পুলিশ পরিদর্শক মো. আসাদুজ্জামান মোল্লা জানান, সিআইডি ফরিদপুর জোনের সহকারী পুলিশ সুপার এ বি এম সিদ্দিকুর রহমানের পাঠানো অভিযোগপত্র দুটি গতকাল বিকালে আদালতে উপস্থাপন করা হয়েছে।
বোমা হামলার মামলায় এজাহারভূক্ত ১৭৬ জনের মধ্যে ১৭৪ জনকে অব্যাহতি দেয়ারও আবেদন করা হয়েছে বলে জানান তিনি।
২২ আগোস্ট ২০১৩ :: স্পেশাল নিউজ করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।

About ইনফো ডেস্ক