প্রচ্ছদ / খবর / ‘আমাদের কথা’

‘আমাদের কথা’

Child-journalismশিশুরা আমাদের সমাজের গুরুত্ব পূর্ণ অংশ। তারাই আগামীর সম্ভাবনা।
আমাদের প্রতিটি সচেতন নাগরিকের দায়িত্ব যে যার স্থানে থেকে যতটুকু সম্ভব তাদের পাশে থাকা। সুন্দর আগামী গঠনে তাদের সহযোগীতা করা। তাদের জন্য সুযোগ সৃষ্টি করে দেয়া।
প্রত্যেকের মত শিশুদেরও আছে আলাদা দৃষ্টিভঙ্গি, কল্পনার আর ভাবনার জগত। তাদেরও কিছু বলবার আছে। আছে এই সমাজ, দেশ ও বিশ্বকে নিয়ে কিছু ভাবনা। তাই আমরা চেষ্টা কছি আমাদের অবস্থান থেকে তোমাদের জন্য একটি প্লাট ফর্ম তৈরি করতে। যেখানে সবার আগে গুরুত্ব পাবে তোমাদের ভাবনা।
আমরা তাই প্রথমরের মত বাগেরহাট জেলা থেকে আঞ্চলিকভাবে শিশু সাংবাদিকতা কার্যক্রম শুরু করতে যাচ্ছি।
যেখানে অংশগ্রহন করতে পাবে ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির যে কোন শিক্ষার্থি। সাংবাদিকতার পাশাপাশি নিজেদের লেখা যেকোন সাহিত্যকর্ম (গল্প, কবিতা, গান ইত্যাদি) জানাতে পারবে সবাইকে। নিজেদের অধিকার অর্জনে তাদেরকে পথ দেখানো এবং সর্বাত্মক সাহায্য করাই আমাদের মুল লক্ষ্য।
এ জন্য বাগেরহাট ইনফোতে (bagerhatinfo.com) থাকছে শিশু সাংবাদিক হিসাবে তোমাদের লেখা প্রকাশের সুযোগ। আমার চেষ্টা করছি শিগ্রহী তোমাদের নিয়ে প্রশিক্ষন বা কর্মশালার ব্যাবস্থা করতে।
আর এখন থেকেই তোমরা তোমাদের লেখা, সাহিত্য, শিল্পকর্ম পাঠাতে পারো আমাদের কাছে।
তোমাদের লেখা যেকোন সংবাদ, গল্প, কবিতা, প্রবন্ধ বা নিজেদের (শিশুদের) অধিকার আদায়ে বিষয়ে যেকোন লেখা পাঠিয়ে দাও child.bagerhatinfo@gmail.com এই ঠিকানায়।

যোগাযোগঃ

ইনজামামুল হক
inzamam.net@gmail.com

সুমন বিশ্বাস
sumonbiswas2010@gmail.com
+880 1839 480 380

About আমাদের কথা

প্রতিটি প্রাপ্ত বয়স্ক মানুষের মত শিশুদেরও আছে আলাদা দৃষ্টিভঙ্গি, কল্পনার আর ভাবনার জগত। তাদেরও বলবার আছে। তাদেরও কিছু ভাবনা আছে এই সমাজ, দেশ কিম্বা বিশ্বকে নিয়ে। তাই শিশুদের নিয়ে শিশুদের কথা বলতে আমাদের আয়োজন ‘আমাদের কথা’। এখন থেকে তোমাদের সাংবাদিকতা; তোমাদের লেখা গল্প, কবিতা, অধিকার আদায়ে বিষয় তুলে ধরবে ‘আমাদের কথা’।