প্রচ্ছদ / খবর / বাগেরহাটে পূজা মন্ডপ পবিদর্শনকালে ডিআইজির সন্তুষ্টি

বাগেরহাটে পূজা মন্ডপ পবিদর্শনকালে ডিআইজির সন্তুষ্টি

সকাল থেকে বাগেরহাটে বিভিন্ন পূজা মন্ডপ পবিদর্শনকালে সর্বিক পরিবেশে সন্তুষ্টি জানিয়েছেন পুলিশের খুলনা রেঞ্জ এর ডি,আই,জি মো. মনিরুজ্জামান।
Kumari-Pujaতিনি আজ সকাল থেকে জেলার বিভিন্ন পূজা মন্ডপ পবিদর্শন করেন। সবশেষ শরণখোলার আমড়াগাছিয়া সার্বজনীন গোবিন্দ মন্দির পবিদর্শনের পর স্থানীয় পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দের সঙ্গে কুশল বিনিময় করেন।
এসময় তার সাথে ছিলেন, বগেরহাটের পুলিশ সুপার নিয়ামুল হক মোল্যা, মোরেলগঞ্জ উপজেলা চেয়ারম্যান এ্যাড. প্রবীর রঞ্জন হালদার, মোরেলগঞ্জ লক্ষীখালি মন্দিরের সধু শ্রী শ্রী সাগর ঠাকুর সহ স্থানীয় প্রশাসনের গুরুত্ব পূর্ণ ব্যক্তিবর্গ।
জেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শ শেষে সন্ধায় বাগেরহাটে ফিরে ডি.আই.জি মো: মনিরুজ্জামান কথা বলেন বাগেরহাট ইনফোর সাথে। এসময় সাবির্ক পবিবেশে সন্তুষ্টি জানিয়েছেন তিনি বলেন, সকাল থেকে বাগেরহাটের বিভিন্ন পূজা মন্ডপ ঘুরে আমি মুগ্ধ।
সার্বিক আইন-শৃঙ্খলা পবিস্থতি ও সৌহার্দ পূর্ণ পবিবেশ দেখে সন্তুষ্টি জানিয়ে তিনি বলেন, সকাল থেকে বাগেরহাট সদর, মোরেলগঞ্জ ও শরণখোলা উপজেলার ১০টির বেশি পূজা মন্ডপ করেছি। কোথাও কোন রুপ অভিযোগ পইনি। সব ধর্মের লোক উৎসবের আমেজে এখানে পূজা উদযাপন করছে।
এসময় বাগেরহাট বাসীকে শারদীয় শুভেচ্ছা জানান তিনি।
আমড়াগাছিয়া সার্বজনীন গোবিন্দরের সহ সভাপতি তপু বিশ্বাস বাগেরহাট ইনফোকে জানান, এবছর তারা খুব শান্তিপূর্ণ পবিবেশে পূজা উদযাপন করছেন তারা। এছাড়া এবার ব্যাপক লোকের সমাগমে পূজা বেশ উপভোগ হয়ে উঠেছে বলে জানান তিনি।
এদিকে এবছর বাগেরহাট জেলার ৯টি উপজেলায় ৫৭৩ টি পূজা মন্ডপে শারদীয় দূর্গা পূজা চলছে।
ঢাক-ঢোলের বাদনে চারপাশের মুখর পরিবেশের পাশাপাশি এলাকার ভাসছে ধূপধুনোর সৌরভ। আর সবান্ধবে দল বেধে বিকেল-সন্ধ্যায় প্রতিমা দর্শনে এক মন্ডপ থেকে আরেক মন্ডপ ঘুরে আনন্দে সময় কাটাচ্ছেন দেবীর ভক্তরা।
১২ অক্টোবর ২০১৩ :: ইনজামামুল হক,
বাগেরহাট ইনফো ডটকম।।
এসআইএইচ-নিউজ এডিটর/বিআই

About ইনফো ডেস্ক