প্রচ্ছদ / খবর / বাগেরহাটসহ উপকূলীয় ২৫ জেলায় প্রজনন মৌসুমের ইলিশ আহরণ নিষিদ্ধ

বাগেরহাটসহ উপকূলীয় ২৫ জেলায় প্রজনন মৌসুমের ইলিশ আহরণ নিষিদ্ধ

Ilshaদেশে ইলিশের উ‍ৎপাদন বৃদ্ধির লক্ষে আগামীকাল (রবিবার) থেকে ২৩ অক্টোবর পর্যন্ত ১১ দিন বাগেরহাট, ভোলাসহ উপকুলীয় সকল নদ-নদীতে ইলিশ শিকার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে মৎস্য অধিদপ্তর।
এ সময়ে ইলিশ মাছ ধরা, হাট-বাজারে কেনা-বেচা, মজুত, বাজারজাতকরণ এবং পরিবহনও নিষিদ্ধ করা হয়েছে।
আশ্বিনের ভরা পূর্ণিমা, ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ ডিম ছাড়ার জন্য গভীর সাগর ছেড়ে মিঠা পানির নদীতে চলে আসে। তাই মা ইলিশ রক্ষা ও উৎপাদন বাড়াতে প্রজনন নিশ্চিত করার জন্য আশ্বিনের পূর্ণিমার আগে ও পরে মোট ১১ দিন ইলিশ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
এ জন্য ইলিশের অভয়াশ্রম ঘোষণা করা হয়েছে, ভোলার মেঘনা, তেঁতুলিয়া, ইলিশা থেকে চর পিয়াল ও ভেদুরিয়া থেকে পটুয়াখালীর চর রুস্তম পর্যন্ত জলসীমার ১৯০ কিলোমিটার এলাকা।
এদিকে মা ইলিশ রক্ষা সংক্রান্ত কার্যাদি সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে সরকার ওই ১১ দিন বাগেরহাটসহ উপকূলীয় ২৫ জেলার ১০৯টি উপজেলা ও চার সিটি করপোরেশন এলাকায় মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সাপ্তাহিক ছুটিসহ সব ধরণের ছুটি বাতিল করেছে।
এরই মধ্যে বঙ্গোপসাগর থেকে জেলেদের অনেকেই তাদের ট্রলার নিয়ে বাগেরহাটসহ দক্ষিণাঞ্চলের উপকূলে ফিরে এসেছে।
এ বিষয়ে বরিশাল বিভাগীয় মৎস্য অধিদফতরের উপ-পরিচালক ড. একে এম আমিনুল হক জানায়, প্রতিবছর আশ্বিন মাসে পূর্ণিমার এই তিথীতে মা ইলিশ বঙ্গোপসাগর থেকে উপকূলে এসে ডিম ছেড়ে থাকে। এই ডিম থেকে জাটকা এবং জাটকা থেকে পরবর্তীতে পূর্ণাঙ্গ ইলিশে পরিনত হয়।
এজন্য মা ইলিশ যাতে নিরাপদে ডিম ছাড়তে পারে এজন্য সরকার আইন করে ১৩ থেকে  ২৩ অক্টোবর পর্যন্ত ইলিশ আহরণ নিষিদ্ধ করেছে। এই আইন বাস্তবায়নের জন্য মৎস্য বিভাগ, জেলা ও উপজেলা প্রশাসন, নৌ বাহিনী, বিমান বাহিনী, কোস্টগার্ড, বিজিবি, র‌্যাব ও পুলিশ বাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছেন। প্রতিটি জেলা ও উপজেলায় কন্ট্রলরুম খোলা হয়েছে।
বাগেরহাট জেলা মৎস্য কর্মকর্তা নারায়ন চন্দ্র মন্ডল (অতিরিক্ত দায়িত্বে) বাগেরহাট ইনফোকে জানান,  গত বছর মা ইলিশ নিরাপদে ডিম ছাড়তে পারায় ও জাটকা সংরক্ষণের কারণে দেশে ইলিশের উৎপাদন বেড়ে গেছে। যার কারনে এবছর ইলিশের মূল্যে ছিল অনেক কম। গত বছর তিন লাখ ৪৬ হাজার মেট্রিকটন ইলিশ উৎপাদন হয়েছে।
এবছর চার লাখ টন ইলিশ উৎপাদন হবে বলে মৎস্য বিভাগ আশা করছে।
এদিকে ইলিশ ধরা বন্ধ থাকায় প্রশাসনের পক্ষ থেকে জেলেদেন পুনর্বাসনের আশ্বাস দেওয়া হয়েছে।
১২ অক্টোবর ২০১৩ :: নিউজ ডেস্ক,
বাগেরহাট ইনফো ডটকম।।
এসআইএইচ-নিউজ এডিটর/বিআই

About ইনফো ডেস্ক