প্রচ্ছদ / খবর / মংলায় ভয়াবহ অগ্নিকান্ড, ব্যাপক ক্ষয়ক্ষতি

মংলায় ভয়াবহ অগ্নিকান্ড, ব্যাপক ক্ষয়ক্ষতি

বাগেরহাটের মংলা উপজেলার ময়লাপোতা মোড়ে একটি বসত বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় ১০লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

fireশনিবার দুপুর আনুমানিক দেড়টার দিকে এই অগ্নিকান্ডের সুত্রপাত ঘটে।

জানান গেছে, অগ্নিকান্ডে পুড়ে যাওয়া ঘরটি স্থানীয় ইউনুস মোল্যার। সে জাহাজের একজন ক্র। ফায়ার সার্ভিস আসার আগেই আগুনে তার দু’টি ঘর পুঁড়ে যায়।
বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুণের সূত্র হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।
প্রত্যাক্ষদর্শীরা জানায়, রান্না ঘর থেকে প্রথমে আগুণের সূত্রপাত হয়। বৈদ্যুতিক সর্ট সার্কিট অথবা গ্যাসের সিলিন্ডার বিস্ফরণের কারনে আগুনের সুত্রপাত হয়ে থাকতে পারে।
পরে আগুন ছড়িয়ে পড়ে বসত ঘরে। প্রায় আধ ঘন্টা চেষ্টা পর দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রনে আনে।
ইউনুসের নিকট আত্মীয় সুমন মল্লিক বাগেরহাট ইনফোকে জানান, এ সময় কেউ ঘরে না থাকায় তারা ঘর থেকে কোন মালামাল বের করতে পারেন নি। আগুনে নগদ টাকা ও প্রয়োজনীর সামগ্রী সহ ৩টি পরিবারের প্রায় ১০-১২লাখ টাকারা মালামাল পুঁড়ে ছাঁই হয়ে গেছে।
মংলা ফারার সার্ভিসের স্টেশন অফিসার এস এম সাহেব আলী বাগেরহাট ইনফোকে জানান, দুপুর ১টা ৪০ মিনিটের সময় খবর পেয়ে তারা ঘটনা স্থল ময়লাপোতায় ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। দ্রুত আগুণ নিয়ন্ত্রণে আনার ফলে বড় ধরণের কোন ক্ষয়ক্ষতি হয় নি। তা না হলে পাশের ঘর গুলোতেও আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা ছিল।

তিনি জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্র পাত। আগুনে একটি বসত ঘরসহ ২টি ঘর পুড়ে গেছে। এতে ৩টি পবিরবারের প্রায় ১০লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।

মংলা থানার অফিসার ইনচাজ (ওসি) আমিনুল ইসলাম জানান, আগুণ লাগার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে সহযোগীতা করে।

১৯ অক্টোবর ২০১৩ :: এমএম ফিরোজ, স্টাফ করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।
এসআইএইচ-নিউজ এডিটর/বিআই

About ইনফো ডেস্ক