প্রচ্ছদ / খবর / বাগেরহাটে বিএনপির মিছিল ও সমাবেশ

বাগেরহাটে বিএনপির মিছিল ও সমাবেশ

BagerhatPhoto-1(17.10.13)ঢাকা মহানগরীতে সভা-সমাবেশ নিষিদ্ধের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাগেরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাগেরহাট জেলা বিএনপি।
রোববার সকাল সাড়ে ১০টায় জেলা বিএনপির কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পূরতন বাজার মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে।
সমাবেশে বক্তারা সরকারের সমালোচনা করে বলেন, বিরোধী দল দমনে সরকার ওঠে পড়ে লেগেছে। তাই দলের নেতাকর্মী ও দেশ বাসিকে সাথে নিয়ে দূর্বার আন্দোলনের ঘড়ে তোলা হবে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আলী রেজা বাবুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোজাফ্ফর রহমান আলম, ছাত্রদলের সভাপতি সুজাউদ্দীন মোল্লা সুজন, জেলা শ্রমিক দলের সভাপতি সরদার লিয়াকত আলী, সদর বিএনপির সভাপতি সৈয়দ নাসির আহম্মেদ মালেক, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বুলু, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি কাজী সেলিমুল হক, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আসাফুদ্দৌলা জুয়েল,  জেলা তাতি দলের সাধারণ সম্পাদক জিল্লুব রহমান, জেলা মৎস্যজীবি দলের সাধারণ সম্পাদক শেখ ইদ্রিস আলী প্রমুখ।
এদিকে বাগেরহাট কালেক্টরেট চত্তরে বেলা সাড়ে ১১টায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরম অনুরূপ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
উল্লেখ্য, গতাকাল (শনিবার) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক আদেশে রাজধানীতে রোববার সকাল ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল ধরনের সভা-সমাবেশ ও মিছিলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। এর পরই প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভের ডাক দেয় প্রধান বিরধী দল বিএনপি।
২০ অক্টোবর ২০১৩ :: নিউজ ডেস্ক,
বাগেরহাট ইনফো ডটকম।।
এজি/এসআইএইচ-নিউজ এডিটর/বিআই

About ইনফো ডেস্ক