প্রচ্ছদ / খবর / ইলিশ শিকার; তিনটি ট্রলারসহ ৩৬ জেলে আটক

ইলিশ শিকার; তিনটি ট্রলারসহ ৩৬ জেলে আটক

Ilshaবাগেরহাটের শরণখোলায় মৎস্য বিভাগ ও কোস্টগার্ডের যৌথ অভিযানে নিষধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারকালে ৩৬ জেলেকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে তিনটি ট্রলার, ৪০ হাজার মিটার জালসহ ১৬০ কেজি ইলিশ জব্দ করা হয়েছে।
উপজেলা মৎস্য বিভাগ জানিয়েছে, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের খরর পেয়ে মঙ্গলবার রাত ২টার দিকে সুন্দরবন সংলগ্ন নদীতে কোস্টগার্ডের সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় এফবি মান্নান, এফবি দোলা ও এফবি কালাম নামের তিনটি ট্রলার ৪০ হাজার মিটার জাল, থেকে ৩৬ জেলেসহ ১৬০ কেজি ইলিশ জব্দ করা হয়। আটকৃত সবার বড়ি বাগেরহাটের শরণখোলা উপজেলার বিভিন্ন এলাকায়।
শরণখোলা উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ফেরদৌস আনসারী বাগেরহাট ইনফোকে জানান, সুপতি কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার আ. সাত্তার ও সহকারী মৎস্য কর্মকর্তা খোন্দকার সহিদুর রহমানের নেত্রীত্বে অভিযানে ইলিশ, জাল ও টলারসহ ৩৬ জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটককৃতদের প্রত্যেক কে ২,৫০০ টাকা করে ৯০ হাজার টাকা জরিমানা আদায় করে জেলেদেরকে ছেড়ে দেওয়া হয়।
তবে তিন ট্রলার, ৪০ হাজার মিটার জাল ও ১৬০ কেজি ইলিশ জব্দ করা হয়েছে।
তিনি জানান, ট্রলারগুলোর মালিক উপজেলার দীপচর গ্রামের মৎস্য ব্যবসায়ী আ. মান্নান, দক্ষিণ রাজাপুর গ্রামের দুলাল চাপরাসী ও রাজৈর গ্রামের রফিক হাওলাদার।
বাগেরহাট জেলা মৎস্য কর্মকর্তা নারায়ন চন্দ্র মন্ডল বাগেরহাট ইনফোকে জানান, আগামীকাল (বৃহস্পতিবার) এক জন নির্বাহি ম্যাজিষ্টেডের নেত্রীত্বে উদ্ধারকৃত মাছগুলো ডাকের মাধ্যমে বিক্রীকরা হবে এবং জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হবে।
২৩ অক্টোবর ২০১৩ :: নিউজ ডেস্ক,
বাগেরহাট ইনফো ডটকম।।
এসআইএইচ-নিউজ এডিটর/বিআই

About ইনফো ডেস্ক