প্রচ্ছদ / খবর / সুন্দরবনে অপহ্নত ৩৫ জেলে উদ্ধার

সুন্দরবনে অপহ্নত ৩৫ জেলে উদ্ধার

সুন্দরবনে মুক্তিপণের দাবীতে অপহ্নত ৩৫ জেলে ও জেলেদের ব্যবহ্নত ১৪টি নৌকাও উদ্ধার করেছে কোস্টগার্ড। তবে এসময় কোন বনদস্যুকে আটক করতে পারেনি তারা।
সোমবার দুপুরে সুন্দরবন পশ্চিম বিভাগের খুলনার কয়রা উপজেলার বল নদের জালিয়াখাল এলাকায় কোস্টগার্ড অভিযান চালিয়ে ওই জেলেদের উদ্ধার করে।
সুন্দরবনের বনদস্যু ফরহাদ বাহিনী ৩ দিন আগে সুন্দরবনের বিভিন্ন নদী-খালে মাছ ধরার সময়ে এসব জেলেকে মুক্তিপণের দাবীতে অপহরণ করে বলে কোস্টগার্ড জানায়।
এই রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধারকৃত জেলেদের বিস্তারিত পরিচয় কোস্টগার্ড জানাতে পারেনি।
মংলাস্থ কোস্টগার্ড পশ্চিম জোনের স্টাফ অফিসার (অপারেশন) লে. কমান্ডার আতিকুর রহমান বাগেরহাট ইনফোকে বলেন, সুন্দরবন পশ্চিম বিভাগের খুলনার কয়রা উপজেলার বল নদের জালিয়াখাল এলাকায় বনদস্যু ফরহাদ বাহিনী বেশ কিছু জেলেকে মুক্তিপণের দাবীতে অপহরণ করে জিম্মি করে রেখেছে এমন গোপণ সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড সোমবার দুপুর ২টার দিকে অভিযানে যায়।
বনদস্যুরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে অপহ্নত জেলেদের ফেলে বনের গহীনে পালিয়ে গেলে পরে তারা ওই এলাকা থেকে ৩৫ জেলেকে উদ্ধার করে।
উদ্ধারকৃত জেলেদের মংলা কন্টিনজেন্টে নিয়ে আসা হচ্ছে।
তিনি আরও জানান, ৩ দিন আগে এসব জেলেদের বনদস্যু ফরহাদ বাহিনী মুক্তিপণের দাবীতে অপহরণ করে। জেলেদের বিস্তারিত নাম পরিচয় পরে জানানো হবে বলে তিনি জানান।
১১ নভেম্বর ২০১৩ :: নিউজ ডেস্ক,
বাগেরহাট ইনফো ডটকম।।
এজি/এসআই হক-নিউজ এডিটর/বিআই

About ইনফো ডেস্ক