প্রচ্ছদ / খবর / আসামী ধরতে গিয়ে ৩টি আঙ্গুল হারাল পুলিশের এক এসআই

আসামী ধরতে গিয়ে ৩টি আঙ্গুল হারাল পুলিশের এক এসআই

বাগেরহাটে আসামী ধরতে গেলে শেখ শহিদ নামের এক এস আই এর হাতের আঙ্গুল কর্তন করে নিয়েছে পালিয়ে গেছে আসামীরা।
রবিবার রাত পনে ৮টার দিকে সদর উপজেলার নওয়াপাড়া গ্রামে এঘটনা ঘটে।
জানা গেছে, সন্ধ্যায় সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের নওয়াপাড়া এলাকায় পুলিশের ওপর এই হামলার ঘটনা ঘটে। এতে বাম হাতের তিনটি আঙ্গুল শরীর থেকে বিচ্ছিন্ন অবস্থায় শেখ শহিদুল ইসলাম (৩৪) নামে পুলিশের ওই কর্মকর্তাকে প্রথমে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়।
পরে তাঁর অবস্থার অবনতি হলে ওই রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। এঘটনার পর আসামিদের ধরতে রাত থেকে পুলিশ ওই এলাকায় বিশেষ অভিযান শুরু করেছে।
বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল কবির চৌধুরী বাগেরহাট ইনফোকে জানান, বাগেরহাট সদর উপজেলার নওয়াপাড়া গ্রামের মো. ফজলে এলাহি শিকদার নামের এক ব্যক্তি তার চিংড়ি ঘেরের ঘর ভাংচুর ও লুটপাতের অভিযোগে গত ৭ নভেম্বর একটি মামলা দায়ের করে। মামলার আসামীদের আটকের জন্য বাগেরহাট সদর মডেল থানার এসআই শেখ শহিদের নেতৃত্বে সন্ধায় পুলিশের একটি দল ওই এলাকা যায়। এসময় তারা অভিযান চালিয়ে মামলার এজারভুক্ত আসামি ওহিদ শেখ ও সিদ্দিক শেখকে সে আটক করে।
এসময় আসামিরা ও তাদের সহযগিরা পুলিশের উপর চড়াও হয়। এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে এসআই শহিদকে কুপিয়ে আহত করে। এতে তাঁর বাম হাতের তিনটি আঙ্গুল বিচ্ছিন্ন হয়ে যায় এবং আসামি দুইজন পালিয়ে যায়।
বাগেরহাটের পুলিশ সুপার মো. নিজামুল হক মোল্যা বাগেরহাট ইনফোকে জানান, পুলিশের ওপর হামলার ঘটনার পর আসামিদের ধরতে পুলিশ ওই এলাকায় বিশেষ অভিযান শুরু করেছে।
তবে, এঘটনায় পুলিশ এখন পর্যন্ত কউকে আটক করতে পারেনি।
১০ নভেম্বর ২০১৩ :: নিউজ ডেস্ক,
বাগেরহাট ইনফো ডটকম।।
আরআই/এসআই হক-নিউজ এডিটর/বিআই

About ইনফো ডেস্ক