প্রচ্ছদ / খবর / অপ্রীতিকর ঘটনা ছাড়াই বাগেরহাটে চলছে হরতাল

অপ্রীতিকর ঘটনা ছাড়াই বাগেরহাটে চলছে হরতাল

কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই বাগেরহাটে চলছে বিএনপিসহ ১৮ দলীয় জোটের ডাকা টানা ৮৪ ঘন্টা হরতালের প্রথম দিন।
BagerhatPhoto-1(10-11-2013)রোববার সকালে হরতালের সমর্থনে শহরে মিছিল-সমাবেশ করে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটে। এছাড়া উপজেলা শহর গুলোতেও হরতালের সমর্থনে বিএনপি-জামায়াত ও অংঙ্গ সংগঠনের ব্যানারে বিক্ষোভ মিছিল, পিকেটিং এবং সড়ক অবরোধ হলেও জেলার কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
এদিন অন্যান্য হরতালের মতো রোববার সকাল থেকেই শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে সতর্ক অবস্থান নিয়ে রয়েছে পুলিশ।
অপরদিকে হরতালের কারনে বাগেরহাট থেকে দুরপাল্লার কোন পরিবহন এবং অন্তঃজেলায় তেমন কোন যানবাহন চলাচল করেতে দেখা যায়নি। তবে বেলা বাড়ার সাথে সাথে দুই/একটি রিক্সা ও অটো রিক্সা চলাচল করতে দেখা গেছে। ফলে চরম দুর্ভোগে পড়েছে যাত্রী সাধারণ।
বাগেরহাটের পুলিশ সুপার (এসপি) মো. নিজামুল হক মোল্যা বাগেরহাট ইনফোকে জানান, হরতালে জেলার কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নাশকতা এড়াতে শহরের বিভিন্ন গুরুত্ব মোড়ে পুলিশ মোতায়েন ও টহল জোরদার রয়েছে।
এদিকে, সকালে হরতালের সমর্থনে শহরের পূরতন বাজার এলাকায় পৃথক মিছিল করেছে ১৮ দল ও মহিলাদলের নেতৃবৃন্দ। পরে সংক্ষিপ্ত সমাবেশ করে পুরাতন বাজার মোড়ে।
এসময় বক্তিৃতা করেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী রেজা বাবু, বিএনপির কেন্দ্রিয় নেতা এ্যাড. ওয়াহিদুজ্জামান দিপু, ১৮ দলের সদস্য সচিব এ্যাড. শেখ আব্দুল ওয়াদুদ, জামায়াতের নায়েবে আমীর মাও. রেজাউল করিম সহ স্থানীয় নেতবৃন্দ।
সমাবেশে বক্তারা অবিলম্বে ১৮দলের কেন্দ্রিয় নেতৃবৃন্দকে মুক্তিদিয়ে তত্ত্ববধায়ক সরকারের অধীনে নির্বাচন দেওয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান।

 

১০ নভেম্বর ২০১৩ :: নিউজ ডেস্ক,
বাগেরহাট ইনফো ডটকম।।
এসআই হক-নিউজ এডিটর/বিআই

About ইনফো ডেস্ক