প্রচ্ছদ / খবর / বাগেরহাট আসছেন প্রধানমন্ত্রী

বাগেরহাট আসছেন প্রধানমন্ত্রী

Hasinaবুধবার এক দিনের সফরে বাগেরহাট আসছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। এসময় তিনি ১০টি প্রকল্পের উদ্বোধন ও ২১টি প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন।
এ সফরসূচীর মধ্যে রয়েছে মংলায় সুধি সমাবেশ, রামপাল শ্রীফলতলা স্কুল মাঠ ও বাগেরহাট জেলা সদরে আওয়ামী লীগ আযোজিত জনসভায় যোগদান।
জেলা প্রশাসন সূত্রে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১ মোঃ জাহাঙ্গীর আলম স্বাক্ষরীত প্রধানমস্ত্রীর সফর সূচীতে জানা গেছে, তিনি বাগেরহাট পৌঁছে জেলার ১০টি প্রকল্পের উদ্বোধন ও ২১টি প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন।
এদিন (১৩ নভেম্বর) বুধবার সকাল ১১টায় বাগেরহাটের মংলা সংলগ্ন জয়মনিরঘোল হেলিপ্যাডে উপস্থিত হবে তিনি।
সেখান থেকে তিনি সরাসরি যাবেন জয়মনিরঘোল এলাকায় নির্মানাধীন ৫০ হাজার মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পান্ন সাইলো নির্মান প্রকল্প এলাকায়। সকাল ১১টা ০৫মিনিটে সাইলোর ভিত্তিপ্রস্তর স্থাপন ও স্থানীয় আ’লীগ আযোজিত সুধি সাবেশে বক্তৃতা করবেন তিনি।
এর পর সেখান থেকে হেলিকপ্টার যোগে রামপাল কলেজ মাঠে পৌঁছাবেন এবং উপজেলা আ’লীগ আযোজিত শ্রীফলতলা মাধ্যমিক বিদ্যালয় মাঠের জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী।
সভাস্থলে পৌঁছে তিনি ১৫০ মেগাওয়াট খুলনা বিদ্যুৎ কেন্দ্রসহ ৩টি প্রকল্পের উদ্বোধন ও আবগ্রেডেশন অব খুলনা ১৫০ মেগাওয়াট পিকিং পাওয়ার প্লান্ট টু ২২৫ কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্টসহ ৯টি প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন। জনসভা শেষে তিনি রওনা দেবেন বাগেরহাটের উদ্দেশে।
বাগেরহাটে পৌঁছে জেলা ষ্টেডিয়াম থেকে তিনি যাবেন সার্কেট হাউজে। সেখানে বিশ্রাম ও দুপুরের খাবর শেষে দুপুর ৩ টায় জেলা আওয়ামী লীগ আযোজিত খানজাহান আলী ডিগ্রী কলেজ মাঠের জনসভায় যোগদেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় সভা স্থলে পৌঁছে তিনি বলেশ্বর নদীর উপর নির্মিত মীর সাখাওয়াত আলী দারু সেতুসহ ৭টি প্রকল্পের উদ্বোধন, সরকারি পিসি কলেজের একাডেমিক ভবন-কাম পরীক্ষা কেন্দ্রসহ ১১টি প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপনসহ বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি স্থাপন করবেন।
বাগেরহাট জেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান টুকু বাগেরহাট ইনফোকে জানান, আগামী ১৩ নভেম্বর বুধবার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বাগেরহাট আগমন উপলক্ষে জেলা আওয়ামী লীগ এর পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহন করা হয়েছে। ইতমধ্যে জনসভা সফল করতে দলের নেতা-কর্মীদের নিয়ে বিভিন্ন কমিটি ও উপকমিটি গঠন করে দায়িত্ব বন্টন করা হয়েছে।
বাগেহাটের জেলা প্রশাসক মু. শুকুর আলী বাগেরহাট ইনফোকে বলেন, প্রধানমন্ত্রীর এদিন জেলার মোট ৩১টি উন্নয়ন প্রকল্পের ভিত্তি স্থাপন ও উদ্ধোধন করবেন। তার আগমন উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনে প্রস্তুতি শেষ হয়েছে।
বাগেরহাটের পুলিশ সুপার (এসপি) নিজামুল হক মোল্যা বাগেরহাট ইনফোকে জানান, মাননীয় প্রধানমন্ত্রীর নিরাপত্তায় বিষয়টি সর্বচ্চ গুরুত্বের সাথে বিবেচনা করে জেলা পুলিশের পক্ষ থেকে সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। জনসভাকে ঘিরে ওই দিন থাকছে চার স্তরের নিরপত্তা ব্যববস্থা।
এদিকে প্রধানমন্ত্রী বাগেরহাট আগমন, মংলায় মতবিনিময় সভা, জেলা সদর ও রামপালের দুটি জনসভাকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে ব্যাপক উৎসহ লক্ষ করা গেছে।
নির্বাচনের আগমূহুর্তে তার এই সফরকে ঘিরে নেতা-কর্মীদের মাঝে উৎসাহের পাশাপাশি জনসভা সফল করতে তৃনমূল পর্যায়ে চলছে ব্যপক গনসংযোগ।
উল্লেখ, চলতি মেয়াদে প্রধানমন্ত্রী হিসাবে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার এটি  দ্বিতীয় বাগেরহাট সফর।
০৯ নভেম্বর ২০১৩ :: ইনজামামুল হক; বাগেরহাট,
বাগেরহাট ইনফো ডটকম।।
এসআই হক-নিউজ এডিটর/বিআই

About ইনফো ডেস্ক