প্রচ্ছদ / খবর / বাগেরহাটে প্রধানমন্ত্রীর সফর সূচী

বাগেরহাটে প্রধানমন্ত্রীর সফর সূচী

Hasinaএক দিনের সফরে বুধবার (১৩ নভেম্বর) বাগেরহাট আসছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ এর সভানেত্রী শেখ হাসিনা। এসময় তিনি মংলায় সুধি সমাবেশ, রামপাল শ্রীফলতলা স্কুল মাঠ ও বাগেরহাট জেলা সদরে আওয়ামী লীগ আযোজিত দুটি জনসভায় যোগ দিবেন।
এ সফরে তিনি বিদ্যুৎ কেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠান, সেতুসহ মোট ৩১টি উন্নয়ন প্রকল্পের উদ্ধোধন ও ভিত্তি স্থাপন করবেনর বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।
প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১ মোঃ জাহাঙ্গীর আলম স্বাক্ষরীত প্রধানমস্ত্রীর সফর সূচী থেকে জানা গেছে, ওই দিন সকাল ১১টায় বাগেরহাটের মংলা সংলগ্ন জয়মনির ঘোল হেলিপ্যাডে উপস্থিত হবে তিনি।
সেখান থেকে তিনি সরাসরি যাবেন জয়মনিরঘোলে নির্মানাধীন ৫০ হাজার মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পান্ন সাইলো নির্মান প্রকল্প এলাকায়। সকাল ১১টা ০৫মিনিটে সাইলোর ভিত্তিপ্রস্তর স্থাপন ও সুধি সাবেশে অংশ নেবেন তিনি।
মোংলার অনুষ্ঠান শেষে তিনি যাবেন বাগেরহাটের আর এক উপজেলা রামপালে। রামপাল কলেজ মাঠে নির্মিত হেলিপ্যাডে নেমে তিনি যাবেন শ্রীফলতলা মাধ্যামিক বিদ্যালয় মাঠে। সেখানে উপস্থিত হয়ে তিনি সুন্দরবন ডিগ্রী মহিলা কলেজের ২০০ শয্যা ছাত্রীনিবাস, রামপাল উজেলাধীন মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ, খুলনা ১৫০ মে:ও: বিদ্যুৎ কেন্দ্রর উদ্বোধন এবং ৯টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
পরে উপজেলা আ’লীগ আযোজিত জনসভায় ভাষন দেবেন প্রধানমন্ত্রী। জনসভা শেষে তিনি হেলিকপ্টার যোগে  রামপাল থেকে বাগেরহাটের উদ্দেশে যাত্রা করবেন।
দুপর ১ টার মধ্যে তার বাগেরহাট স্টেডিয়াম হেলিপ্যাডে পৌঁছানর কথা রয়েছে। সেখান থেকে তিনি যাবেন বাগেরহাট সার্কেট হাউজে। নামাজ, বিশ্রাম ও দুপুরের খাবর শেষে দুপুর ৩টায় জেলা আওয়ামী লীগ আযোজিত খানজাহান আলী ডিগ্রী কলেজ মাঠের জনসভায় যোগদেবেন তিনি।
এসময় সভা স্থলে পৌঁছে বলেশ্বর নদীর উপর নির্মিত মীর সাখাওয়াত আলী দারু সেতু, বাগেরহাট পৌরসভার নতুন ভবনসহ ৭টি প্রকল্পের উদ্বোধন ও সরকারি পিসি কলেজের একাডেমিক ভবন-কাম পরীক্ষা কেন্দ্র, সাইবোর্ড থেকে শরণখোলার বগী পর্যন্ত সড়কে আঞ্চলিক মহাসড়কে উন্নীতসহ ১১টি প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন।
তবে খানজাহান এর পূর্ণভূমি হিসাবে পরিচিত বাগেরহাট সফরে এসে এবার তিনি হযরত খানজাহান আলীর (রঃ) মাজার জিয়ারত করতে যাচ্ছেন কি না তা এখনও নিশ্চিত নয়।
তবে জেলা আ’লীগ এর দায়িত্বশীল একাধিক নেতা বাংলানিউজকে জানিয়েছে এবার তিনি মাজর জিয়রতে যাচ্ছেন না।
প্রসংগত, চলতি মাসের শুরুতে প্রধানমন্ত্রী পুত্র ও তার তথ্য-প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় দক্ষিণাঞ্চল সফর কালে ২ তারিখে তার খানজাহান আলীর (রঃ) মাজার জিয়ারত করতে আসার কথা ছিল। কিন্তু ১৩ তারিখ প্রধানমন্ত্রীর সাথে এক সাথে তিনি খানজাহান আলীর (রঃ) মাজার জিয়ারত করবেন বলে তখনকার সফর সূচি পরিবর্তন হয়েছিল বলে দলীয় বিভিন্ন সূত্রে জানা গিয়েছিল।
উল্লেখ, চলতি মেয়াদে প্রধানমন্ত্রী হিসাবে শেখ হাসিনার এটি দ্বিতীয় বাগেরহাট সফর। এর আগে ২০১১ সালের মার্চে তিনি সর্বশেষ বাগেরহাট এসেছিলেন।
১২ নভেম্বর ২০১৩ :: নিউজ ডেস্ক,
বাগেরহাট ইনফো ডটকম।।
এসআই হক-নিউজ এডিটর/বিআই

About ইনফো ডেস্ক