প্রচ্ছদ / খবর / সভাস্থল খানজাহান আলী কলজ মাঠে প্রধানমন্ত্রী

সভাস্থল খানজাহান আলী কলজ মাঠে প্রধানমন্ত্রী

PM-in-Rampalখানজাহান আলী কলজ মাঠ থেকে : বাগেরহাট জেলা আ’লীগ আয়োজিত জনসভা ও জেলার ১৮টি উন্নয়ন প্রকল্পের উদ্ধোধন ও ভিত্তিপ্রস্থর স্থাপনের জন্য খানজাহান আলী ডিগ্রী কলেজ মাঠে পৌঁছেছেন প্রধানমন্ত্রীর শেখ হাসিনা।
বুধবার বেলা ৪টায় প্রধানমন্ত্রী জনসভাস্থল খানজাহান আলী কলজ মাঠে পৌঁছান।
সভাস্থলে পৌঁছে তিনি মঞ্চের পাশে নির্মিত ৭টি প্রকল্পের উদ্বোধন ও ১১টি প্রকল্পের ভিত্তি ফলক উন্মোচন করেন।
উদ্বোধনকৃত প্রকল্প গুলো হচ্ছে, বলেশ্বর নদীর উপর নির্মিত মীর সাখাওয়াত আলী দারু সেতু, বাগেরহাট পৌরসভার নতুন ভবন, শরণখোলা ডি এন কাররিগরী কলেজ কাম সইক্লোন সেন্টার, খুলনা বিভাগীয় হ্যাচারীসহ হাঁস প্রজন্ন খামার, বাগেরহাট ইন্সটিটিউট অব মেরিন টেকনোলজি, কচুয়ায় শহীদ শেখ ফজলুল হক মনি কলেজ ও নবনির্মিত কচুয়া আওয়ামী লীগ ভবন। আর ভিত্তিপ্রস্থর স্থাপন কৃত প্রকল্পের মধ্যে উল্লেখযোগ্য সরকারি পিসি কলেজের একাডেমিক ভবন-কাম পরীক্ষা কেন্দ্র, সাইবোর্ড থেকে শরণখোলার বগী পর্যন্ত সড়কে আঞ্চলিক মহাসড়কে উন্নীত করণ, শরণখোলা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রভৃতি।
এর আগে দুপুর ২টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি বাগেরহাট জেলা স্টেডিয়ামে নির্মিত হেলিপ্যাডে অবতরণ করেছে।
সেখান থেকে তিনি বাগেরহাট সার্কেট হাউজে নামাজ, দুপুরের খাবর ও বিশ্রাম শেষে সভা স্থলে আসেন।
প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রীর আগমন উপলক্ষে সকাল থেকে মাঠে আসতে শুরু করেন নেতা-কর্মীরা। তিনি মাঠে পৌঁছানর আগেই কানায় কানায় ভরে যায় খানজাহান আলী কলেজ মাঠ।
আর অল্প কিছু ক্ষনের মধ্যে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা মঞ্চে ভাষন দেবেন।
এদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে জুড়ে গ্রহণ করা হয়েছে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা। সভাস্থল ও এর চারপাসে গড়ে তোলা হয়েছে চার স্তরের নিরাপত্তা বলয়।
জনসভা শেষে তিনি হেলিকপ্টার যোগে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন।
১৩ নভেম্বর ২০১৩ :: ইনজামামুল হক,
বাগেরহাট ইনফো ডটকম।।
১৩ নভেম্বর ২০১৩ :: ইনজামামুল হক,
বাগেরহাট ইনফো ডটকম।। – See more at: http://bagerhatinfo.com/news/7529/#sthash.wYzwcl24.dpuf

About ইনফো ডেস্ক