প্রচ্ছদ / খবর / নিরুত্তাপ হরতালে ছাত্রলীগের মিছিল

নিরুত্তাপ হরতালে ছাত্রলীগের মিছিল

যুদ্ধাপরাধের দায়ে জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার ফাঁসি কার্যকরের পর জামায়াত-শিবিরের ডাকা হরতালের প্রতিবাদের বাগেরহাটে পতাকা মিছিল করেছে জেলা ছাত্রলীগ।

রবিরার বেলা ১২ টায় শহরের রেল রোডস্থ আওয়ামীলীগ কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে এই স্থানে এসে সমাবেশ করে ।

সমাবেশে বক্তৃতা করেন, বাগেরহাট ২ আসনের সংসদ সদস্য মীর শওকাত আলী বাদশা, জেলা তাতী লীগের সভাপতি তালুকদার আব্দুল বাকি, ছাত্রলীগের সাধারন সম্পাদক মীর জয়েসী আশরাফী জেমস প্রমুখ।

বক্তারা জামায়াত-শিবিরের নৈরাজ্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

এদিকে আব্দুল কাদের মোল্লার ফাঁসি কার্যকরের প্রতিবাদে জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল বাগেরহাটে চলছে বেশ ঢিলেঢালা ভাবে।

রোববার সকাল থেকে দুপুর সাড়ে ৩টা পর্যন্ত কোনো নাশকতার খবর পাওয়া যায়নি। এমনকি হরতালের সমর্থনে কোনো পিকেটারেরও দেখা পাওয়া যায়নি রাস্তায়।

কেবলমাত্র সকালের দিকে কয়েকটি ঝটিকা মিছিল করতে দেখা গেছে জামায়াত-শিবিরকর্মীদের।

এদিকে হরতালের শুরু থেকে নগরীতে রিকশা, ভ্যান, টেম্পু, ইজিবাইকের হালকা চলাচল দেখা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যান চলাচলও প্রায় স্বাভাবিক হয়ে আসছে।

তবে, এদিন দূরপাল্লার কোনো পরিবহন ছেড়ে যায় নি বাগেরহাট থেকে। সেই সঙ্গে দেশের অন্যান্য রুট থেকেও বাস টার্মিনালে কোনো বাস প্রবেশ করতে দেখা যায়নি।

এদিকে যে কোনো ধরনের নাশকতা ও সহিংসতা এড়াতে শহর জুড়ে গ্রহণ করা হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা। নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি মাঠে রয়েছে র‌্যাব সদস্যরাও।

১৫ ডিসেম্বর ২০১৩ :: নিউজ রুম,
বাগেরহাট ইনফো ডটকম।।
এএস/এসআই হক-নিউজ এডিটর/বিআই

About ইনফো ডেস্ক