প্রচ্ছদ / আরও... / সামছউদ্দীন নাহার ট্রাস্ট ও গ্রাম পাঠাগার আন্দলনের উদ্যগে বিশেষ কর্মশালা

সামছউদ্দীন নাহার ট্রাস্ট ও গ্রাম পাঠাগার আন্দলনের উদ্যগে বিশেষ কর্মশালা

NGO-News-4সামছউদ্দীন নাহার ট্রাস্ট ও গ্রাম পাঠাগার আন্দলনের উদ্যগে বাগেরহাটে “নিজের গ্রামের সমস্যা নিজেরাই সমাধান করা” ও “কম্পিউটারের সর্বোত্তম ব্যবহার” নিয়ে এক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের বৈটপুরে ট্রাস্টের নিজেস্ব ভবনে এ কর্মশালার আযোজন করা হয়।

সামছউদ্দীন নাহার ট্রাস্টের চীফ ফ্যাসিলিটেটর সুব্রত কুমার মুখার্জীর সভাপতিত্বে কর্মশালায় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন গ্রাম পাঠাগার আন্দোলনের সংগঠক আব্দুস ছাত্তার খান, কোডবক্সারের সহ-প্রতিষ্ঠাতা এবং প্রধান পরিচালক ও পড়শি ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা প্রযুক্তিবিদ সাদিক মো. আলম।

এসময় তারা নিজ নিজ সংগঠনের পক্ষে তাদের ভবিষ্যত ভাবনা তুলে ধরেন।

গ্রাম পাঠাগার আন্দোলনের পক্ষ থেকে আব্দুস ছাত্তার খান বলেন, নিজের গ্রামের সমস্যা বাইরের কেউ সমাধান করতে পারবে না। তাই তা সমাধানের নিজেদেরই উদ্যেগ নিতে হবে।

প্রযুক্তিবিদ সাদিক মো. আলম বলেন, দেশে অনেক কম্পিউটার প্রশিক্ষন কেন্দ্র রয়েছে। এগুলোকে শুধু কম্পিউটার কেন্দ্রে সিমাবদ্ধ না রেখে তারা ঐ কম্পিউটার গুলোর সর্বোত্তম ব্যবহার করে নিজের আয় বাড়াতে পারে।

কর্মশালায় উপস্থিতিদের সাথে আলোচনা কালে জানান হয় ভবিষ্যতে বাগেরহাটের সামছউদ্দীন নাহার ট্রাস্টে বাছাইকৃত কয়েক জনকে দীর্ঘ মেয়াদী সার্চ ইঞ্জিন অপটিমাইজেশান (SEO), জুমলা, ওয়ার্ডপ্রেস, এইচ.টি.এম.এল, পিএইচপি, জাভাস্ক্রীপ্ট, মাই.এসকিএল এর প্রশিক্ষণ করান হবে।

যার মাধ্যমে তারা  অন্যদের শিখাতে পারে।

১৫ ডিসেম্বর ২০১৩ :: উপজেলা করেসপন্ডেন্ট ,
বাগেরহাট ইনফো ডটকম।।
এসআই হক-নিউজ ডেস্ক/বিআই

About ইনফো ডেস্ক