বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারী ও পৌর আমীরসহ ৪ নেতাকে জেল গেট থেকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা।
আটকের পর সোমবার রাতে তাদেরকে বাগেরহাট সদর মড়েল থানায় হস্তান্তর করা হয়েছে।
আটককৃতরা হলেন- মোরেলগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক ছবির আহম্মদ, মোরেলগঞ্জ পৌর জামায়াতের আমীর অধ্যাপক নেছার উদ্দিন, মনোয়ারা মহিলা মাদ্রাসার সুপার মাওলানা রফিকুল ইসলাম ও জামায়াত নেতা ছবির আহম্মদের স্যালক মাহাবুবুর রহমান।
জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই সিদ্দিক তাদের আটকের বিষয়টি বাগেরহাট ইনফোকে নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, গত ২ নভেম্বর উপজেলার নব্বইরশি বাসষ্ট্যান্ড এলাকার বাসা থেকে মোরেলগঞ্জ থানা পুলিশ তাদের আটক করে। পরে আদালতের মাধ্যমে তারের জেল হাজতে প্রেরণ করা হয়। আদালতের মাধ্যমে জামিনের পর আজ সন্ধায় তারা ছাড়া পেয়ে ছিলেন।
বাগেরহাট ইনফো ডটকম।।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More