প্রচ্ছদ / খবর / বাগেরহাট / কচুয়া / নিখোঁজের ৪ দিন পর লাশ

নিখোঁজের ৪ দিন পর লাশ

বাগেরহাটে নিখোঁজ হবার চার দিন পর নদী থেকে ভাসমান অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।

Bishkhali-Riverহতভাগ্য যুবকের নাম মীর মোস্তফা কামাল ওরফে বাটুল মীর (৩৬)। সে জেলার কচুয়া উপজেলার গোপালপুর ইউনিয়নের ফুলতলা গ্রামের আশরাফ আলী মীরের ছেলে।

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা এবং পাশ্ববর্তি পিরোজপুর জেলার সীমান্তবর্তী বিষখালী নদী থেকে ভাসমান অবস্থায় থাকা ওই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।

স্থানীয় লোকজন নদীতে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে কচুয়া থানার পুলিশের একটি দল গটনা স্থালে গিয়ে লাশটি উদ্ধার করে। পরে নিহতের ভাই মীর কামরুল লাশটি তার নিখোঁজ ভাইয়ের বলে সনাক্ত করেন।

বাড়ির কাছ থেকে গত ৯ জানুয়ারী প্রতিপক্ষরা তুলে নিয়ে তাঁকে শ্বাসরোধ করে হত্যার পর লাশটি নদীতে ফেলে দেয় বলে প্রাথমিকভাবে ধারনা করছে পুলিশ।

নিহতের ভাই মীর কামরুলের থানায় করা সাধারন ডায়েরীর বরাত দিয়ে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান বাগেরহাট ইনফোকে জানান, গত ৯ জানুয়ারী রাত ৮টার দিকে বাড়ি থেকে বের হরার পর মোস্তফা আর ফিরে আসেনি। ওই রাত থেকে বিভিন্ন জায়গায় তাঁকে খুঁজে না পেয়ে ১৩ জানুয়ারী নিখোঁজ মোস্তফার ভাই মীর কামরুল থানায় একটি সাধারন ডায়েরী করেন।

মঙ্গলবার দুপুরে বাগেরহাট ও পিরোজপুরের সীমান্ত নদী বিষখালীতে স্থানীয় লোকজন অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ থেকে লাশটি উদ্ধার করে। পরে নিহতের ভাই লাশটি তার নিখোঁজ ভাইয়ের বলে সনাক্ত করেছেন।

ওসি আরও জানান, নিহতের ডাক চোখে আঘাত রয়েছে। প্রতিপক্ষরা গত ৯ জানুয়ারী বাড়ির কাছ থেকে তুলে নিয়ে তাঁকে শ্বাসরোধ করে হত্যা করে লাশটি নদীতে ফেলে দিয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করছি।

প্রসঙ্গত, গত বছরে কচুয়া উপজেলার গোপালপুর গ্রামের একটি সার্বজনীন দূর্গা মন্দিরে আগুন ও প্রতিমা ভাংচুরের মামলায় জড়িত সন্দেহে গ্রেপ্তার করা হয়েছিল মীর মোস্তফাকে। এরপর সে আদালত থেকে জামিন নিয়ে এলাকায় বসবাস করছিল।

 

১৪ জানুয়ারি ২০১৪ :: অলীপ ঘটক, 
বাগেরহাট ইনফো ডটকম।।
এসআই হক-নিউজরুম এডিটর/বিআই

About ইনফো ডেস্ক