প্রচ্ছদ / আরও... / নিয়োগ বিজ্ঞপ্তি- ১৩ জানুয়ারী ২০১৪

নিয়োগ বিজ্ঞপ্তি- ১৩ জানুয়ারী ২০১৪

১৩ জানুয়ারী সোমবার দৈনিক পূর্বাঞ্চল পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি সমূহ-

১। ৪র্থ বার নিয়োগ বিজ্ঞপ্তি

খুলনা জেলার দিঘলিয়া উপজেলাধীন হাজীগ্রাম ডাকঘরের আওতাধীন হাছেনীয়া দাখিল মাদ্রাসার নিম্নোক্ত পদ পূরণের জন্য সরকারী/ ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক প্রার্থীদের নিকট থেকে আবেদন করা যাচ্ছে। মহিলা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। সহকারী শিক্ষক (কম্পিউটার) ১ জন, সহকারী শিক্ষক (বিজ্ঞান) ১ জন ৫০০/- টাকার পোস্টাল অর্ডারসহ সুপার বরাবর আবেদন পৌছানোর শেষ তারিখ ২৮/০১/২০১৪ ইং। মোবা: ০১৭১৮-০১৫৬৯৬।

২। আবশ্যক

সর্বশেষ নিয়োগ বিধি মোতাবেক ফুলবাড়ী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, ডাক-কুয়েট, থানা-খানজাহান আলী, জেলা-খুলনাতে সহকারী গ্রন্থাগারিক এর শূন্য পদে নিয়োগ দেয়া হবে। আবেদনকারীকে পূবালী ব্যাংক মীরের ডাঙ্গা শাখা, খুলনার অনুকূলে ৪০০.০০ টাকার পে-অর্ডারসহ প্রয়োজনীয় কাগজপত্র বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে পৌছাতে হবে।

প্রধান শিক্ষক

৩। আবশ্যক

সরকারী বিধি মোতাবেক হাজী রাজাউল্লাহ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়-ডাকঘর-সোমাদ্দারখালী, উপজেলা-মোরেলগঞ্জ, জেলা-বাগেরহাটের জন্য ১ জন সহকারী গ্রন্থাগারিক এবং ১ জন নিম্নমান সহকারী কাম-কম্পিউটার অপারেটর প্রয়োজন। গ্রন্থাগারিক পদে স্নাতক ডিগ্রীসহ লাইব্রেরী সায়েন্স ডিপ্লোমা এবং নিম্নমান সহকারী পদে এইচ.এস.সি দ্বিতীয় বিভাগসহ অনলাইনেরও কম্পিউটার অপারেটর দক্ষ। আগামী ৩০ জানুয়ারী/১৪ মধ্যে দুইকপি ছবি এবং ৩০০/- পোস্টাল অর্ডারসহ আবেদন করুন।

প্রধান শিক্ষক

০১৭১৭-২৩৩১০৪

৪। নিয়োগ বিজ্ঞপ্তি

সরকারী ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক বাংলা, ইতিহাস, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, ব্যবস্থাপনা বিষয়ের সৃষ্টপদে ১ জন করে মহিলা প্রার্থী এবং বাংলা, ইংরেজী, ইতিহাস, সংস্কৃত, সমাজ বিজ্ঞান, অর্থনীতি, হিসাব বিজ্ঞান বিষয়ের সৃষ্টপদে ১ জন করে ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের সৃষ্ট পদে ২ জন করে আগ্রহী প্রার্থীদের দরখাস্ত আহবান করা যাচ্ছে। ৫০০/- পোস্টাল অর্ডার/ ব্যাংক ড্রাফট, শেরে বাংলা ডিগ্রী কলেজ চিতলমারী, বাগেরহাট বরাবরে পাঠাতে হবে।

অধ্যক্ষ

৫। জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি

ইসলামাবাদ কলেজিয়েট স্কুল,৬৬ বসুপাড়া খুলনায় ইংরেজী, কম্পিউটার, হোম ইকোনমিক্স বিষয়ে ইংরেজী ভার্সন ও বাংলা মাধ্যমে স্কুল পর্যায়ে খন্ডকালীন শিক্ষক নিয়োগ দেয়া হবে। আগ্রহী প্রার্থীগণকে আগামী ১৬/০১/২০১৪ তারিখের মধ্যে পূর্ণ বায়োডাটা, ছবি ও সেলফোনসহ আবেদন করতে আহবান জানানো হচ্ছে। বেতন আলোচনা সাপেক্ষে।

অধ্যক্ষ

৬। ইসলামী ব্যাংক হাসপাতাল খুলনা

৪২, খানজাহান আলী রোড, খুননা

পুন: নিয়োগ বিজ্ঞপ্তি

(ওয়াক ইন ইন্টারভিউ)

ক্রমিক পদের নাম শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা বেতন ভাতা (সর্বসাকুল্যে)
মেডিকেল অফিসার

(পুরুষ/ মহিলা)

গ্রেড-৬

ইন্টানীশিপ সম্পন্নসহ এমবিবিএস পাস, মেডিসিন/ সার্জারী/ শিশু রোগ বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্তদের অগ্রাধিকার দেওয়া হবে। আলোচনা সাপেক্ষে
সিনিয়র ষ্টাফ নার্স

(পুরুষ/ মহিলা)

গ্রেড-১০

মিডওয়াইফারী/ অর্থপেডিক্সসহ ডিপ্লোমা ইন নার্সিং পাস (সরকারী অথবা নিবন্ধনকৃত বেসকারী প্রতিষ্ঠান থেকে) ৯৭২৫/-
রেডিওগ্রাফার (পুরুষ/ মহিলা) গ্রেড-১০ ডিপ্লোমা ইন রেডিওগ্রাফী পাশ সংশ্লিষ্ট পদে বাস্তব অভিজ্ঞদের অগ্রাধিকার দেয়া হবে। ৮৭২৫/-
ফিজিওথেরাপী সহকারী (পুরুষ) গ্রেড-১০ ডিপ্লোমা ইন ফিজিওথেরাপী। সংশ্লিষ্ট পদে বাস্তব অভিজ্ঞদের অগ্রাধিকার দেয়া হবে। ৭৭২৫/-
মেডিকেল টেকনোলজিষ্ট (ল্যাব) (পুরুষ/ মহিলা) গ্রেড-১০ বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ থেকে ল্যাবরেটরীতে ৩ বছরের ডিপ্লোমা পাস, সংশ্লিষ্ট পদে বাস্তব অভিজ্ঞদের অগ্রাধিকার দেয়া হবে। ৭৭২৫/-

 অন্যান্য শর্তাবলী ১. প্রার্থীকে বাস্তব জীবনে স্ব স্ব ধর্মের অনুসারী হতে হবে।২. নিয়োগের ব্যাপারে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চুড়ান্ত বলে গণ্য হবে ৩. অত্র হাসপাতালে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। ৪. খামের উপর বাম পাশে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে ৫. দরখাস্তের সাথে প্রার্থীর ফোন নম্বরসহ পরিপূর্ণ বায়োডাটা সংযুক্ত করতে হবে ৬. বয়স সীমা ৩০/১১/২০১৩ ইং তারিখে পর্যন্ত সর্বনিম্ন ১৮ এবং অনুর্ধ্ব ৩০ বছর ৭. শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা, চারিত্রিক ও জাতীয় পরিচয় পত্রসহ সকল সনদের সত্যায়িত কপি ৮. সদ্য তোলা পাসপোর্ট সাইজের সত্যায়িত ৩ কপি ছবিসহ সকল পদে ১০০/- টাকা সঞ্চয়ী হিসাব নং ১২৭০৪, ইসলামী ব্যাংক বাংলাদেশ লি: খুলনা শাখায় (ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর যে কোন শাখা হতে) অনলাইনে জমা দিয়ে জমার রশিদ আবেদন পত্রের সাথে সংযুক্ত করতে হবে। সুপারিনটেনডেন্ট, ইসলামী ব্যাংক হাসপাতাল, খুলনা বরাবর আবেদন করতে হবে। আবেদন পত্রসহ স্ব-শরীরে ১৭/০১/২০১৪ ইং তারিখ সকাল ১০টায় ইসলামী ব্যাংক হাসপাতাল, ৪২, খানজাহান আলী রোড, খুলনার ৪র্থ তলার অফিসে উপস্থিত হতে হবে এবং ঐদিনই পর্যায়ক্রমে মৌখিক সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। গত ২১/১১/২০১৩ ইং তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে ৩০/১১/২০১৩ ইং তারিখে যারা আবেদনপত্র জমা দিয়েছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। শুধুমাত্র ১৭-০১-২০১৪ইং রোজ শুক্রবার সকাল ১০টায় স্ব-শরীরে উপস্থিত হতে হবে।

নির্বাহী পরিচালক

৭। নিয়োগ বিজ্ঞপ্তি

সর্বশেষ সরকারী ও কারিগরি বোর্ডের বিধি মোতাবেক শেরে বাংলা কলেজ, চিতলমারী, বাগেরহাট-এ এইচ.এস.সি বি.এম শাখার ব্যাংকিং উদ্যোক্তা উন্নয়ন বিষয়ে ১ জন করে প্রভাষক নিয়োগ করা হবে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে অনার্সসহ স্নাতকোত্তর ডিগ্রী অথবা প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রী উভয় ক্ষেত্রে সমগ্র শিক্ষা জীবনে ১ (একটি তৃতীয় বিবাগ/ শ্রেণী সমমানের জিপিএ গ্রহণযোগ্য হবে)। প্রার্থীকে ইনডেক্সধার/ শিক্ষক নিবন্ধনধারী হতে হবে। ৫০০/- টাকার অফেরৎযোগ্য ব্যাংক ড্রাফট/ পে-অর্ডার, প্রয়োজনীয় কাগজপত্র ও সাম্প্রতিক কালের পাসপোর্ট সাইজের ছবিসহ বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে অধ্যক্ষ বরাবর আবেদন করতে হবে। ব্যাংকিং বিষয়ে পুরুষ প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নাই।

অধ্যক্ষ

৮। সবুজ ছাতায় আবশ্যক

সরকার অনুমোদিত সবুজ ছাতা হেলথ কেয়ার লি: এর মাধ্যমে স্থায়ীভাবে নিজ ইউনিয়ন ও কমিউনিটি ক্লিনিক স্থাপনের জন্য নিম্ন পদে পুরুষ/ মহিলা জরুরী আবশ্যক।

ক্লিনিক ডাইরেক্টর    BA/DHMS/প্যারামেডিক    নিজ থানা    পনের হাজার

ক্লিনিক ম্যানেজার    HSC/পল্লীচিকিৎক/সমমান    নিজ থানা    তের হাজার

হেলথ সুপারভাইজার   SSC/সমমান           নিজ উনিয়ন  দশ হাজার

হেলথ এসিসস্ট্যান্ট    ৮ম/১০ম শ্রেণী          নিজ ওয়ার্ড   আট হাজার

নির্বাচিতদের নিজ এলাকায় ২/৩ মাস প্রশিক্ষণমূলক কাজ করতে হবে। প্রশিক্ষণকালীন মাসিক ছয়-নয় হাজার টাকা ভাতা পাবে। ৩ কপি ছবি, শিক্ষাগত ও চেয়ারম্যান সনদসহ পূর্ণাঙ্গ বায়োডাটাসহ আবেদন আগামী ৩০/০১/২০১৪ ইং তারিখের মধ্যে ডাক/ কুরিয়ার যোগে পাঠাতে হবে।

বরাবর, এমডি, সবুজ ছাতা হেলথ কেয়ার লি:, গভ: রেজি: নং-সি-৮৪৩৮০

প্রধান কার্যালয়: ৮/ক PC কালচার (৬ষ্ঠ ও ৭মতলা) রিংরোড, শ্যামলী, ঢাকা-১২০৭।

About Bagerhat Info Jobs