প্রচ্ছদ / খবর / হিন্দু সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

হিন্দু সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

BagerhatPhoto01(15-01-2014)দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা ঘর-বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, উপসালয়ে অগ্নিসংযোগ, লুটতরাজের প্রতিবাদ এবং বিচারের দাবীতে বাগেরহাটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে বাগেরহাট-খুলনা সড়কের নতুন কোর্ট এলাকায় ঘাতক দালাল নির্মূল কমিটি জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধন কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে অংশ নেয় গণজাগরণমঞ্চ, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন পরিষদ, বামগণতান্ত্রিক জোট, বাংলাদেশ দলিত পরিষদ, আদিবাসী সমিতি, জাতীয় হিন্দু মহাজোট, ছাত্রলীগ, ওয়াকার্স পার্টি, আওয়ামী লীগ সহ সামাজিক ও সাংস্কৃতিক এবং রাজনৈতিক সংগঠন।

মানববন্ধনে বক্তরা বলেন, যারা হিন্দু সম্প্রদায়ের মানুষের উপর হামলা নির্যাতন চালিয়েছে তারাই প্রকৃত সংখ্যালঘু। যুদ্ধাপরাধীদের বিচার কার্যকর ও জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবী জানিয়ে জড়িত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির সরকারের প্রতি আহ্বান জানান তারা।

এদিকে, একই দাবিতে মংলায় মানববন্ধন কর্মসূচী পালন করেছে প্রথম আলো বন্ধুসভা।

মংলা বন্ধুসভার উদ্যোগে বুধবার সকাল ১১টায় মংলা উপজেলা পরিষদ চত্বরের এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

‘সাম্প্রদায়িক হামলা রুখে দাঁড়াও’- শীর্ষক মানববন্ধন কর্মসূচীতে প্রবল শীত উপেক্ষা করে বন্ধুসভার পাশাপাশি অংশ নেয় হিন্দু-খ্রীষ্টান-বৌদ্ধ ঐক্য পরিষদ, মংলা শাখা, সেন্ট পলস মাধ্যমিক বিদ্যালয় ও চালনা বন্দর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী-পেশার সাধারণ মানুষ।

এসময় বক্তারা বর্বরোচিত হামলা, বাড়ি-ঘর ও মন্দিরে আগ্নি সংযোগের সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবি জানান।

১৫ জানুয়ারি ২০১৪ :: অলীপ ঘটক, 
বাগেরহাট ইনফো ডটকম।।
এসআই হক-নিউজরুম/বিআই

About ইনফো ডেস্ক