প্রচ্ছদ / খবর / বাগেরহাট / কচুয়া / বাস চাপায় স্কুল ছাত্রীসহ দু’জন নিহত

বাস চাপায় স্কুল ছাত্রীসহ দু’জন নিহত

বাগেরহাটের কচুয়া উপজেলার বাধাল বাজার এলকায় বাসচাপায় অষ্টম শ্রেণীর এক স্কুল ছাত্রীসহ দু’জন নিহত এবং স্কুল শিক্ষকসহ ৩ জন আহত হয়েছে।

Bagarhat-mapবৃহস্পতিবার সকাল অনুমানিক ১০টার দিৃকে খুলনা-বরিশাল মহাসড়কের বাধাল একটেল টাওয়ারের সামনে এঘটনা ঘটে।

দূতগামী বাসের চাপায় এসময় ঘটনা স্থলেই মারা যায় ব্যাটারি চালিত ভ্যানের চালক আলামিন সেখ (৩৭)। এসময় আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান স্কুলগামী অষ্টম শ্রেণীর ছাত্রী ফারজানা আক্তার (১৩)। সে উপজেলার বি. কে মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী।

আহতরা হলেন, কচুয়া উপজেলার সাংদিয়া গ্রামের ঝন্টু চক্রবর্ত্তীর ছেলে শিমুল চক্রবর্ত্তী, নিহত ফারজানার বাবা স্কুল শিক্ষক আলহাজ উদ্দিন শেখ ও মসনি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মিনারা বেগম। মিনারা বেগম বাধাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খান আব্দুল কাদের স্ত্রী।

আহতদের বাগেরহাট সদর হাসপাতাল এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা বাগেরহাট ইনফোকে জানান, খুলনা থেকে পিরোজপুর গামী একটি বিআরটিসি বাস পিছন থেকে একটি ব্যাটারি চালিত ভ্যানকে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলেই একজন এবং হাসপাতালে নেয়ার পথে আরও একজন মারা যায়। এছাড়া ভ্যানে থাকা আরো ৩ জন আহত হয়।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান বাগেরহাট ইনফো ডটকামকে বিষয়টি নিশ্চত করেছেন।

১৬ জানুয়ারি ২০১৪ :: নিউজ ডেস্ক,  
বাগেরহাট ইনফো ডটকম।।
এজি/এএস/এসআই হক-নিউজরুম/বিআই

About ইনফো ডেস্ক