প্রচ্ছদ / আরও... / নিয়োগ বিজ্ঞপ্তি- ১৫ জানুয়ারী ২০১৪

নিয়োগ বিজ্ঞপ্তি- ১৫ জানুয়ারী ২০১৪

১৫ জানুয়ারী বুধবার দৈনিক পূর্বাঞ্চল পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি সমূহ-

১। আবশ্যক

সর্বশেষ সরকারি বিধি মোতাবেক জে.সি.জি মাধ্যমিক বিদ্যালয়। ডাক: লোহাগড়া, জেলা: নড়াইলের জন্য প্যাটার্ন অনুসারে সহকারী শিক্ষক (কৃষি) বায়োলজি/ কৃষি ডিপ্লোমা ১ (এক) জন সহকারী লাইব্রেরীয়ান ১ (এক) জন ৪র্থ শ্রেণীর কর্মচারী (নৈশ প্রহরী ১ (এক) জন আবশ্যক। সকল পদের জন্য ৫০০ (পাচশত) টাকার পে-অর্ডার/ ডি.ডি. প্রয়োজনীয় কাগজপত্রসহ বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে অফিস চলাকালীন সময়ের জন্য আবেদন করতে হবে।

২। আবশ্যক

সরকারি বিধিমোতাবেক উত্তর খুলনা এস.এম.এ মজিদ স্মারক মাধ্যমিক বিদ্যালয়, ডাকঘর-পার্ক বারাসাত, উপজেলা-তেরখাদা, জেলা-খুলনায় শূন্যপদে একজন এম.এল.এস.এস আবশ্যক। বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে ৪০০/- টাকার পোস্টাল অর্ডার, ২ কপি ছবি ও প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন পৌছাতে হবে।

প্রধান শিক্ষক

৩। আবশ্যক

সরকারি বিধিমোতাবেক কূশলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, ডাকঘর-কুশলা, উপজেলা-তেরখাদা, জেলা-খুলনায় সৃষ্টপদে একজন সহকারী শিক্ষক (সমাজ বিজ্ঞান), একজন সহকারী গ্রন্থাগারিক/ ক্যাটালগার আবশ্যক। বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে ৩০০/- টাকার পোস্টাল অর্ডার, ২ কপি ছবি ও প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন পৌছাতে হবে। সহকারী শিক্ষক কম্পিউটার পদে পুরুষ প্রার্থীদের আবেদন নিস্প্রয়োজন।

প্রধান শিক্ষক

৪। সরকারি বিধি মোতাবেক আদাঘাট মাধ্যমিক বিদ্যালয়, ডাক-গৌরম্ভা, উপজেলা-রামপাল, জেলা-বাগেরহাট এর শূন্যপদে একজন সহকারী শিক্ষক (শরীরচর্চা) আবশ্যক। বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে ৫০০/- টাকার পোস্টাল অর্ডার/ নগদসহ প্রধান শিক্ষক বরাবর আবেদন করতে হবে।

প্রধান শিক্ষক

০১৭২৭৫০৯৪৭৩

৫। পুন: নিয়োগ বিজ্ঞপ্তি

সরকারি বিধিমোতাবেক উত্তর খুলনা এস.এম.এ মজিদ স্মারক মাধ্যমিক বিদ্যালয়, ডাকঘর-পার্ক বারাসাত, উপজেলা-তেরখাদা, জেলা-খুলনার জন্য শাখার জন্য শাখার (অনুমোদিত) সৃষ্টপদে একজন সহকারী শিক্ষক (সামাজিক বিজ্ঞান) আবশ্যক। বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে ৫০০/- টাকার পোস্টাল অর্ডার (অফেরতযোগ্য), ২ কপি ছবি ও প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন পৌছাতে হবে।

প্রধান শিক্ষক

৬। আবশ্যক (সংশোধনী)

ঐতিহ্যবাহী এল.এস.জে.এম মাধ্যমিক বিদ্যালয় ডাকঘর এন.এস. খোলা, উপজেলা: লোহাগড়া, জেলা: নড়াইলের সরকারী বিধি মোতাবেক শূন্য পদে সাধারণ শাখায় কৃষি শিক্ষক ০১ জন (BSC/MSC Biology অগ্রাধিকার) কারিগরী শাখায় ট্রেড ইনস্ট্রাক্টর বিল্ডিং মেইনটেইন্স ০২ জন ইনস্ট্রাক্টর ইলেকট্রিক্যাল ওয়ার্ক ০২ জন, সহকারি শিক্ষক ভাষা/ বাংলা/ ইংরেজি ০১ জন। কম্পিউটার ডেমোনেষ্ট্র্রেটর ০১ জন (কম্পিউটার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বা বানিজ্য বিষয়ে স্নাতক)। সব ক্ষেত্রে নিবন্ধন থাকতে হবে। নিম্নমান সহকারী কাম কম্পিউটার অপারেটর ০১ জন এইচ.এস.সি পাস, শপ এসিসটেন্ট ০১ জন এইচ.এস.সি ভোক বা ব্যবসা বিজ্ঞান ল্যাব এসিসটেন্ট ০১ জন (এসএসসি ভোক বা বিজ্ঞান) এমএলএসএস ০১ জন ৮ম শ্রেণী পাস।

আবেদনকারিদের ৫০০/- ব্যাংক ড্রাফট (সোনালী ব্যাংক লোহাগড়া বাজার শাখা) সহ প্রয়োজনীয় কাগজপত্র বিজ্ঞপ্তি প্রকাশের ২০ দিনের মধ্যে প্রধান শিক্ষক বরাবরে প্রেরণ করিতে হইবে।

প্রধান শিক্ষক

০১৯১২-৯৪৪৩৪৪

৭। নিয়োগ বিজ্ঞপ্তি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

অধ্যক্ষের কার্যালয়

বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজ

বাগেরহাট

স্মারক নং: টিএসসি/বাগের/১১২                                       তারিখ: ০৯/০১/১৪ ইং

নিয়োগ বিজ্ঞপ্তি

শিক্ষা মন্ত্রণালয় এর শাখা-২২ (উন্নয়ন-৩) স্মারক নং শিম/শা-২২/২-৩/২০১২/৮৯৮ তারিখ: ১৪/১১/২০১৩ ইং এবং সূত্র নং-৩৭.০৩.০০০০.০৫০.১৫.০০৩.১৩ (পার্ট-১)/৭৩৬ তারিখ-২৫/১১/২০১৩ মোতাবেক মন্ত্রনালয়ের শর্ত সাপেক্ষে “স্কিলস ডেভেলপমেন্ট প্রজেক্ট” এর আওতায় সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ, বাগেরহাট-এ প্রকল্প মেয়াদকালীন সময়ের জন্য খন্ডকালীন শিক্ষক নিয়োগের নিমিত্তে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হইতে দরখাস্ত আহবান করা যাচ্ছে।

ক্রমিক নং পদের নাম ও বেতন পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা
০১ জুনিয়র ইনষ্ট্রাক্টর-টেক

(কম্পিউটার)

সর্বসাকুল্যে বেতন প্রতিমাসে ১২৩০০/-

০২ (দুই) জন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত যে কোন পলিটেকনিক ইনষ্টিটিউট হইতে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এ ১ম শ্রেণী/ সমমানের জিপিএ
০২ জুনিয়র ইনষ্ট্রাক্টর-টেক

(আর.এসি)

সর্বসাকুল্যে বেতন প্রতিমাসে ১২৩০০/-

০১ (এক) জন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত যে কোন পলিটেকনিক ইনষ্টিটিউট হইতে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এ ১ম শ্রেণী/ সমমানের জিপিএ
০৩ জুনিয়র ইনষ্ট্রাক্টর-টেক

(ইলেকট্রিক্যাল)

সর্বসাকুল্যে বেতন প্রতিমাসে ১২৩০০/-

০১ (এক) জন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত যে কোন পলিটেকনিক ইনষ্টিটিউট হইতে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এ ১ম শ্রেণী/ সমমানের জিপিএ
০৪ জুনিয়র ইনষ্ট্রাক্টর-টেক

(ওয়েল্ডিং)

সর্বসাকুল্যে বেতন প্রতিমাসে ১২৩০০/-

০১ (এক) জন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত যে কোন পলিটেকনিক ইনষ্টিটিউট হইতে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এ ১ম শ্রেণী/ সমমানের জিপিএ
শর্তাবলী
০১ পদসমূহ সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে প্রকল্পের মেয়াদকালীন সময়ের জন্য বহাল থাকিবে। প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার সাথে সাথে নিয়োগকৃত শিক্ষকবৃন্দের নিয়োগ স্বয়ংক্রিয়ভাবে বাতিল হইয়া যাবে। তবে যথাযথ কারণ দেখিয়ে তাহাদেরকে নির্ধারিত সময়ের পূর্বেও চাকুরী হইতে অব্যহতি দেওয়ার ক্ষমতা নিয়োগকারি কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।
০২ আগ্রহী প্রার্থী/ প্রার্থিনীকে সাদা কাগজে (স্পষ্টক্ষরে) নিজের নাম পিতার নাম, মাতার নাম, স্থায়ী ও বর্তমান ঠিকানা, জন্ম তারিখ, নিজ জেলা, জাতীয়তা, ধর্ম, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা, মোবাইল নম্বর, ই-মেইল (যদি থাকে) উল্লেখপূর্বক আগামী ২৭/০১/২০১৪ ইং তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে আবেদনপত্র অধ্যক্ষ, বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজ, বাগেরহাট-এর বরাবরে হাতে হাতে/ ডাকযোগে পৌছাইতে হইবে।
০৩ দরখাস্তের সাথে নিম্নলিখিত কাগজপত্র সংযুক্ত করিতে হইবে

(ক) অধ্যক্ষ, বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজ বাগেরহাট এর অনুকূলে ৩০০ (তিনশত) টাকার ব্যাংক ড্রাফট (অফেরৎযোগ্য)।

(খ) সদ্য তোলা পাসপোর্ট সাইজের ০৩ (তিন) কপি ছবি (১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত)।

(গ) ১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তার নিকট হইতে চারিত্রিক সনদপত্র।

(ঘ) অভিজ্ঞতার সনদপত্র (যদি থাকে)

(ঙ) শিক্ষাগত যোগ্যতার সকল সার্টিফিকিটের সত্যায়িত (১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক) কপি।

(চ) জাতীয় পরিচয় পত্র্রের সত্যায়িত ফটোকপি।

০৪ কামের উপর পদের নাম ও দরখাস্তকারীর পূর্ণ ঠিকানা
০৫ অসম্পূর্ণ দরখাস্ত বা শর্তাবলী অপূর্ণ থাকিলে দরখাস্ত সরাসরি বাতিল বলিয়া গণ্য হইবে।
০৬ চাকুরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করিতে হইবে।
০৭ লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হইবে না।
০৮ প্রাথী নির্বাচনে প্রচলিত সরকারি বিধি-বিধান অনুসরণ করা হইবে
০৯ এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রচারের কারণে কর্তৃপক্ষ নিয়োগ প্রদান করিতে কিংবা ইন্টারভিউ কার্ড ইস্যু করিতে বাধ্য থাকিবে না।

(মো: মাহবুবুর রহমান)

অধ্যক্ষ ও সদস্য সচিব

খন্ডকালীন শিক্ষক নিয়োগ কমিটি

সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ

বাগেরহাট

ফোন: ০৪৬৮-৬২৫৩১, মোবাইল-০১৭১০-৯৬৪৬১৫

About Bagerhat Info Jobs