প্রচ্ছদ / খবর / বাগেরহাট / কচুয়া / দূঘটনার ৪ঘন্টা পর জীবিত উদ্ধার

দূঘটনার ৪ঘন্টা পর জীবিত উদ্ধার

BagerhatPhoto-02(08-02-2014)বাগেরহাটের কচুয়ায় খুলনা-পিরোজপুর সড়কের শিবপুর এলাকায় বাস নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের খালে পড়ে কাদা মাটিতে চাপা পড়া এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করেছে উদ্ধারকর্মীরা।

ঘটনার অন্তত চার ঘন্টা পরে তাকে উদ্ধার করা হয়।

উদ্ধারকৃতের নাম মান্না (২২)। তার বাড়ি খুলনার সোনাডাঙ্গা এলাকয় বলে সে জানিয়েছে। সে দূঘটনা কবলীত দিগন্ত পরিবহনের হেলফার।

বাগেরহাট সিভিল সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো: নজুল ইসলাম বাগেরহাট ইনফোকে জানান, যে অবস্থা সে আটকে ছিল তাতে তার বেঁচে থাকার কথা নয়। তার মাথা বাদে শরীরের পুরোটাই বাসের নিচে কাদা মাটিতে আটকে ছিল।

তিনি বলেন, আমরা চার ঘন্টা নিরলসভাবে উদ্ধারের চেষ্টা করে বেলা ১২ টার দিক তাকে জীবিত ভাবে উদ্ধার করতে সক্ষম হই। আল্লার কাছে শুকরিয়া যে তিনি এই ব্যক্তিকে বাঁচিয়ে রেখেছেন।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জিহাদ খান বাগেরহাট ইনফোকে জানান, উদ্ধারের পর তাকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়।

প্রসংঙ্গত, শনিবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা পিরোজপুরগামী দিগন্ত পরিবহনের (মেট্রো ব-১৪-৫৮৫৭) একটি বাস সড়কের শিবপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রন হারিয়ে পাসের খালে পড়ে যায়।

এসময় বাসের সামনের অংশ সম্পূর্ণ কাদা মাটিতে আটকে যায়। দূঘটনায় এক জন নিহত ও অন্তত ২৫জন আহত হয়।

০৮ ফেব্রুয়ারি ২০১৪ :: আরিফ সাওন,
বাগেরহাট ইনফো ডটকম।।
এসআই হক-নিউজ এডিটর/বিআই

About ইনফো ডেস্ক