প্রচ্ছদ / আরও... / নিয়োগ বিজ্ঞপ্তি- ০৭ ফেব্রুয়ারী ২০১৪

নিয়োগ বিজ্ঞপ্তি- ০৭ ফেব্রুয়ারী ২০১৪

০৭ ফেব্রুয়ারী ২০১৪ শুক্রবার, দৈনিক সূর্যোদয় পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি সমূহ-

১। নিয়োগ বিজ্ঞপ্তি

সামছউদ্দীন-নাহার ট্রাস্ট

চিতলী, বৈটপুর, বাগেরহাট

নিয়োগ বিজ্ঞপ্তি

সামছউদ্দীন-নাহার ট্রাস্ট, চিতলী, বৈটপুর, বাগেরহাটে বিভিন্ন বিভাগে নিম্নবর্ণিত পদে নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে।

ক্রঃ নং

পদবী

পদ

যোগ্যতা ও অভিজ্ঞতা

সহকারী শিক্ষক (গণিত)

নূন্যতম বি.এস.সি (স্নাতক পর্যায়ে গণিতে ৩০০ নম্বর)

মেডিকেল সহকারী

মেডিকেল এসিসটেন্ট ট্রেনিং স্কুল থেকে চার বছর মেয়াদী কোর্স সম্পূর্ণ করতে হবে।

জুনিয়র শিক্ষক

নূন্যতম এইচ.এস.সি

প্রাক-প্রাথমিক শিক্ষক

নূন্যতম এইচ.এস.সি (বিবাহীত মহিলাদের অগ্রাধিকার)

স্বাস্থ্য কর্মী

নূন্যতম এস.এস.সি (মহিলাদের জন্য) সাইকেল চালাতে জানতে হবে।

পিওন

নূন্যতম এস.এস.সি

আগ্রহী প্রার্থীকে ২ কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবিসহ পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, মোবাইল  নম্বর ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রের ফটোকপিসহ সাধারণ সম্পাদক, সামছউদ্দীন-নাহার ট্রাস্ট বরাবরে আগামী ২২/০২/১৪ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে ডাকযোগে/সরাসরি আবেদন পত্র পৌছাতে হবে। পরীক্ষার সময় সকল কাগজ পত্রের মূলকপি সঙ্গে আনতে হবে। আবেদনপত্র যাচাই-বাছাইয়ের পর পরীক্ষায় সময়সূচি মোবাইলে জানিয়ে দেওয়া হবে। পরবর্তীতে কোন প্রার্থীর বিজ্ঞাপনে উল্লেখিত গুরুতর কোন শর্তের ঘাটতি দেখা গেলে মৌখিক পরীক্ষার পূর্বে বা পরে যে কোন পর্যায়ে উক্ত প্রার্থীর প্রার্থীতা বাতিল বলে গন্য হবে। নিয়োগের ক্ষেত্রে কর্তৃপরে সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে। প্রকাশিত ফলাফল কোন কারনে কোন সংশোধনের প্রয়োজন হলে ট্রাস্ট তা সংশোধনের অধিকার সংরন করে। সকল পদের বেতন আলোচনা সাপেক্ষ। ১ ও ২ নং পদে ২০০/- (দুইশত) টাকা ৪ ও ৫ নং পদে ১৫০/- এবং ৬ নং পদে ১০০ টাকা হারে Uddipan Badar Shamsu Biddhyaniketon হিসাব নং ০২৯৬৩৩০০৫৩৫৬, অগ্রণী ব্যাংক লিমিটেড, বাগেরহাট শাখার অনুকুলে ব্যাংক ড্রাফট করে আবেদনপত্রে সংযুক্ত করতে হবে।

 

ড. মোহাম্মদ নাসের

সাধারণ সম্পাদক ও অধ্যাপক, পরিসংখ্যান বিভাগ

রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী

 

০৭ ফেব্রুয়ারী ২০১৪ শুক্রবার, দৈনিক জন্মভূমি পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি সমূহ-

১। জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি

রূপালী একটি বে-সরকারী উন্নয়ন সংস্থা সিড়ি উত্তরণের সহায়তায় বাস্তবায়িত EEP প্রকল্পে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলায় কাজ করার জন্য দুই জন ফিল্ড-ফ্যাসিলিটেটর নিয়োগ করা হবে। প্রার্থীকে স্নাতক পাসসহ যে কোন বে-সরকারী সংস্থায় তিন বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে। মাসিক বেতন-সর্ব সাকুল্যে ৭০৭০/- (সাত হাজার সত্তর) টাকা। উক্ত পদে গ্রাস্যুইটি ও বাৎসরিক উৎসব ভাতা প্রযোজ্য। উক্ত পদে আগ্রহী প্রার্থীদের বিজ্ঞপ্তি প্রকাশের ১০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্তসহ সকল প্রকার শিক্ষাগত যোগ্যতার কপি, দুই কপি পাসপোর্ট সাইজের ছবি ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ পরিচালক বরাবর আবেদন পত্র নিম্নলিখিত ঠিকানায় পাঠানোর জন্য আহবান করা হচ্ছে।

ব্যক্তিগত যোগাযোগ প্রার্থীদের অযোগ্য বলে বিবেচিত হবে।

পরিচালক

রূপালী

গোলনা, ডুমুরিয়া, খুলনা।

০৭ ফেব্রুয়ারী ২০১৪ শুক্রবার, দৈনিক পূর্বাঞ্চল পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি সমূহ-

১। আবশ্যক ৩য় বার

সরকারী বিধিমতে সুতালড়ী শফিজউদ্দিন দাখিল মাদ্রাসা, ডাকঘর-জোমাদ্দারপাড়া, মোরেলগঞ্জ, বাগেরহাটে শূন্যপদে সহকারী শিক্ষক (গণিত ও সাধারণ বিজ্ঞান), সহকারী শিক্ষক কৃষি, কম্পিউটার সহকারী, মৌলভী, নিম্নমান সহকারী কাম কম্পিউটার অপারেটর ০১ জন করে আবশ্যক। ৫০০/- পোষ্টাল অর্ডারসহ আবেদনের শেষ তারিখ ২৫/০২/১৪। পুরুষ মহিলা উভয়ে আবেদন করতে পারবে। মহিলাদে অগ্রাধিককার।

সভাপতি

০১৭১৮-২০৯৩০৭

২। নিয়োগ বিজ্ঞপ্তি

সরকারী বিধি মোতাবেক বান্দা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ডাক-ঘোনাবান্দা, উপজেলা-ডুমুরিয়া, জেলা-খুলনা এর শূন্যপদে অধ্যক্ষ ও একজন চতুর্থ শ্রেণীর কর্মচারী সৃষ্টপদে অর্থনীতি ভূগোল, কৃষি শিক্ষা ও উৎপাদন ব্যবস্থাপনা ও বিপনন বিষয়ে ১ জন করে প্রভাষক নিয়োগ দেয়া হবে।

অধ্যক্ষ পদে ১০০০/- প্রভাষক পদে ৭০০/- এবং চতুর্থ শ্রেণী পদে ৪০০/- টাকার পোস্টাল অর্ডারসহ দরখাস্ত পৌছানোর শেষ তারিখ ২০/০২/২০১৪।

সভাপতি

৩। নিয়োগ বিজ্ঞপ্তি (২য় বার)

সরকারী ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক দর্শন ও ব্যবস্থাপনা বিষয়ের সৃষ্টপদে ১ জন করে মহিলা প্র্রার্থী এবং ইংরেজি ও সংস্কৃত বিষয়ে সৃষ্টপদে ১ জন করে আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহবান করা যাচ্ছে।

৫০০/- টাকার পোস্টাল অর্ডার/ ব্যাংক ড্রাফট, ছবি, কাগজপত্রসহ ১৫ দিনের মধ্যে অধ্যক্ষ শেরেবাংলা ডিগ্রি কলেজ, চিতলমারী, বাগেরহাট বরাবরে পাঠাতে হবে।

পূর্বে দরখাস্তকারীদের আবেদন নিস্প্রয়োজন।

অধ্যক্ষ

৪। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার নিয়োগ বিজ্ঞপ্তি

জে.এইচ. গ্রুপ-এর উৎপাদিত ব্যাটারী, ক্যাবল, লাইট ও সোলার সামগ্রী জেলা পর্যায়ে সেলস ও সার্ভিস সেন্টারের মাধ্যমে বাজারজাতকরণ ও সার্ভিসিং-এর জন্য নিম্নলিখিত পদে আগ্রহী প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহবান করা যাচ্ছে।

ডিপ্লোমা ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল/মেকানিক্যাল): ১৫ জন। বেতন আলোচনা সাপেক্ষে। অভিজ্ঞতার প্রয়োজন নেই। আগ্রহী প্রার্থীগণ আগামী ০৯-০২-২০১৪ ইং তারিখ সকাল ৯ টার মধ্যে চেয়ারম্যান জে.এইচ. গ্রুপ বরাবর লিখিত আবেদনপত্র, ২ কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি এবং স্বহস্তে লিখিত আবেদন পত্রে মোবাইল নম্বর উল্লেখ করে।

ব্রিজ ট্রেনিং সেন্টার, বাড়ী নং-১৭, জলিল স্মরণী, বয়রা, খুলনা ঠিকানায় উপস্থিত হওয়ার জন্য বলা হলো।

চেয়ারম্যান

৫। নিয়োগ বিজ্ঞপ্তি

কে.বি.ফতেপুর মাধ্যমিক বিদ্যালয়, ডাক: ফতেপুর, উপজেলা: বাগেরহাট সদর, জেলা: বাগেরহাট-এর জন্য সরকারি বিধি মোতাবেক শূন্যপদে একজন সহকারি প্রধান শিক্ষক আবশ্যক। ২ কপি ছবি, অগ্রণী ব্যাংক, গোয়ালমাঠ শাখা, হিসাব নং-৬৬০৪ এর অনুকূলে ৫০০/- টাকার ব্যাংক ড্রাফট, ১ম ও শেষ MPO এর প্রয়োজনীয় কাগজপত্রসহ বিজ্ঞপ্তি প্রকাশের ২০ দিনের মধ্যে সভাপতি বরাবর দরখাস্ত পৌছাতে হবে।

প্রধান শিক্ষক

৬। নিয়োগ বিজ্ঞপ্তি (২য় বার)

সরকারী ও কারিগরি বোর্ডের বিধিমোতাবেক শেরেবাংলা কলেজ, চিতলমারী, বাগেরহাটে এইচ.এস.সি বিএম শাখার ব্যাংকিং বিষয়ে ১ মহিলা প্রার্থী এবং উদ্যোক্তা উন্নয়ন বিষয়ে ১ জন করে প্রভাষক আবশ্যক। স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে অনার্সসহ স্নাতকোত্তর ডিগ্রি/প্রথম শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি/প্রথম শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি (উভয়ক্ষেত্রে) সমগ্র শিক্ষা জীবনে একটি তৃতীয় বিভাগ/ সমমানের জিপিএ গ্রহণযোগ্য। প্রার্থীকে ইনডেক্সধারী/ নিবন্ধনধারী হতে হবে। ৫০০/- টাকার অফেরতযোগ্য পোস্টাল অর্ডার/ব্যাংক ড্রাফট, ছবি, প্রয়োজনীয় কাগজপত্রসহ ১৫ দিনের মধ্যে অধ্যক্ষ বরাবর আবেদন করতে হবে। পূর্বে দরখাস্তকারীদের আবেদন নিস্প্রয়োজন।

অধ্যক্ষ

About Bagerhat Info Jobs