প্রচ্ছদ / খবর / এমপি মোজাম্মেলকে সোনার নৌকা উপহার

এমপি মোজাম্মেলকে সোনার নৌকা উপহার

BagerhatPhoto-01(15-02-2014)নাগরিক সংবর্ধনা নিতে এসে তিনটি সোনার নৌকা (নৌকার কোর্ট পিন) উপঢৌকন নিলেন বাগেরহাট-৪ (শরণখোলা-মোরেলগঞ্জ) আসনে সাংসদ ডা. মোজাম্মেল হোসেন।

শনিবার বিকেলে বাগেরহাটের শরণখোলায় স্থানীয় আ’লীগের আয়োজনে রায়েন্দা পাইলট হাইস্কুল মাঠে এক সংবর্ধনায় তিনি এ উপহার গ্রহন করেন।

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে তার মনোনিত তিন প্রার্থীর কাছ থেকে এ সোনার নৌকা (নৌকার কোর্ট পিন) ৩টি উপহার হিসেবে গ্রহন করেন ডা. মোজাম্মেল হোসেন এমপি।

এদিকে, এ সংবর্ধনা অনুষ্ঠানে এমপি মোজাম্মেল হোসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ উপেক্ষা এবং তৃণমূলের মতামতকে কোনো প্রকার গুরুত্ব না দিয়ে একক সিদ্ধান্তে তার মনোনিত তিন জনকে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী ঘোষনা দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এতে চরম উত্তেজনা দেখা দিয়েছে দলের মধ্যে।

সংবর্ধনা অনুষ্ঠান থেকে শ্রমিক লীগের আহ্বায়ক ও রায়েন্দা ইউপির চেয়ারম্যান আসাদুজ্জামান মিলনকে চেয়ারম্যান, আওয়ামী লীগের সদস্য মেজবাহ উদ্দিন খোকনকে চেয়ারম্যান ও রাহিমা আক্তার হাসি বেগমকে মহিলা ভাইস চেয়ারম্যান ঘোষনা দেওয়ায় এ উত্তেজনার সৃষ্টি হয়।

BagerhatPhoto-02(15-02-2014)এমপির এ ঘোষনার পর পরই বিক্ষোভে ফেটে পড়ে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের একটি গ্রুপ। তারা প্রতিবাদ এবং ডা. মোজাম্মেলের সিদ্ধান্তের বিরুদ্ধে শ্লোগান দিতে দিতে অনুষ্ঠানস্থলে থেকে বেরিয়ে উপজেলা সদরের রায়েন্দা বাজারে বিক্ষোভ মিছিল করে।

পরে বিক্ষুব্ধ নেতাকর্মীরা আওয়ামী লীগ কার্যালয় চত্বরে প্রতিবাদ সমাবেশ করে।

এসময় বক্তব্য দেন, আওয়ামী লীগের সভাপতি ও উপজেলার বর্তমান চেয়ারম্যান মো. কামাল উদ্দিন আকন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির বাবুল, সহ-সভাপতি এমএ রশিদ আকন, যুগ্ম সাধারণ সম্পাদক সোবাহন মুন্সী, রায়েন্দা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহজাহান বাদল জমাদ্দার, সাধারণ সম্পাদ জালাল আহম্মেদ রুমী, সাউথখালী ইউনিয়ন আওয়মী লীগের সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান প্রার্থী হাসানুজ্জামান পারভেজ, যুবলীগের সাধারণ সম্পাদক আজমল হোসেন মুক্তা, ছাত্রলীগের সভাপতি বাদশা আলমগীর আলম ও সাধারণ সম্পাদক হুমায়ুন করিম সুমন।

পরে সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতি কামাল উদ্দিন আকন তার বাসভবনে সংবাদ সম্মেলন করে ডা. মোজাম্মেলের একক সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানান।
এসময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নির্বাচন কমিশনের কাছে এ ঘটনার বিচার দাবি করেছেন।

উপজেলা ভাইস চেয়ারম্যান এম সাইফুল ইসলাম খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনায় বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাডভোকেট আলী আকবর, এ্যাড. শাহে আলম বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পদাক হেমায়েত উদ্দিন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক নকিব নজিবুল হক নজু, দপ্তর সম্পাদক সিদ্দিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগ নেতা সাব্বির আহম্মেদ মুক্তা, যুবলীগের সভাপতি আবুল হোসেন নান্টু প্রমূখ।

এর আগে দুপুরে ডা. মোজাম্মেল হোসেন এমপি উপজেলার শরণখোলা ডিগ্রি কলেজে এক মতবিনিময় সভায় অংশগ্রহন করেন।

১৫ ফেব্রুয়ারি ২০১৪ :: মহিদুল ইসলাম, করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।
এসআই হক-নিউজরুম/বিআই

About ইনফো ডেস্ক