প্রচ্ছদ / খবর / বাগেরহাটের ৫ উপজেলায় ৭৫ প্রার্থী

বাগেরহাটের ৫ উপজেলায় ৭৫ প্রার্থী

Upzila-election2014উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে বাগেরহাটের পাঁচটি উপজেলায় মোট ৭৫ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৩০ জন, ভাইস চেয়ারম্যান পদে ২৯ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৬ প্রার্থী রয়েছেন।

শনিবার মনোনয়নপত্র দাখিলের শেষ সময় পর্যন্ত প্রার্থীরা রির্টানিং ও স্ব স্ব সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে এ মনোনয়পত্র দাখিল করেন।

দাখিলকৃত মনোনয়নের মধ্যে বাগেরহাট সদর উপজেলায় ১৪ টি, মোরেলগঞ্জ উপজেলায় ১২ টি, রামপাল উপজেলায় ১২ টি, মংলা উপজেলায় ১৭ টি এবং শরণখোলা উপজেলায় ২০ টি মনোনয়নপত্র জমা পড়েছে।

জেলা ও উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে

বাগেরহাট সদর উপজেলায় চেয়ারম্যান পদে ৭ জন, ভাইস চেয়াম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী মনোনয়পত্র জমা দিয়েছেন।

চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন, খান মুজিবর রহমান (আও’লীগ), আলী রেজা (বিএনপি), খাদেম নিয়ামুল নাসির আলাপ (বিএনপি), সৈয়দ নাসির আহমেদ মালেক (বিএনপি), এ্যাড. আবুল কালাম আজাদ (জামায়াত), বেগ মাহাতাব হোসেন (বিকল্পধারা) এবং মওলানা শাহজালাল সিরাজী (ইসলামী আন্দোলন)। এরমধ্যে খান মুজিবর রহমান বর্তমান চেয়ারম্যান।

ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন, ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন, শেখ শওকত হোসেন (আ’লীগ), সরদার মাসুদুর রহমান (আ’লীগ), এ্যাড. মাহবুব মোর্শেদ লালন (বিএনপি), এ্যাড. মোস্তাইন বিল্লাহ (জামায়াত), রবীন্দ্রনাথ দেবনাথ, মাহমুদ হাসান (মুজাহিদ কমিটি)। সদর উপজেলার বর্তমান ভাইস চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন নির্বাচন করছেন না।

মহিলা (নারী) ভাইস চেয়ারম্যান পদে, পারভীন খানম (আওয়ামী লীগ) এবং কামরুন নাহার (বিএনপি)। বর্তমান ভাইস চেয়ারম্যান শরীফা খানম নির্বাচন করছেন না।

মোরেলগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়াম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী মনোনয়পত্র জমা দিয়েছেন।
চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন, এ্যাড. শাহ্-ই-আলম বাচ্চু (আ’লীগ), এ্যাড. আমিরুল আলম মিলন (আ’লীগ), আব্দুল মজিদ জব্বার (বিএনপি) ও সোমনাথ দে (জাপা-এরশাদ)।

ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন, এস এইচ এম ছাবুল আকতার (আ’লীগ), এম এদাদুল হক (আ’লীগ), এনামুল হক রিপন (আ’লীগ), আব্দুল মান্নান খান (বিএনপি), মোঃ শাহ আলম শেখ (বিএনপি) ও বজলুর রশিদ বাদশা (জামায়াত)।

মহিলা (নারী) ভাইস চেয়ারম্যান পদে আজমীন নাহার (আ’লীগ) ও শাহীন ফেরদৌসি হ্যাপী (বিএনপি) মনোনয়ন পত্র দাখিল করেছেন।

রামপাল উপজেলায় চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়াম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী মনোনয়পত্র জমা দিয়েছেন।

চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন, শেখ হাফিজুর রহমান তুহিন (বিএনপি), শেখ মো. আব্দুস সবুর (জাতীয় পার্টি এরশাদ), শেখ মো. আবু সাঈদ (আ’লীগ), মেহেদী হাসান মিন্টু (বিএনপি), মো. শাহাদাত হোসেন (বিএনপি) এবং জুলফিকার আলী (জামায়াত)। এই উপজেলার বর্তমান চেয়ারম্যান আব্দুর রউফ নির্বাচন করছেন না।

ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন, শেখ মোয়াজ্জেম হোসেন (আ’লীগ), তালুকদার বদিউজ্জামান মিনা (বিএনপি), কাজী তারিকুল ইসলাম ও মো. আসাদুজ্জামান (জামায়াত)। বর্তমান চেয়ারম্যান হামীম নূরী নির্বাচন করছেন না।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে, মোসাম্মৎ হোসনে আরা মিলি (আ’লীগ) ও মোসাম্মৎ আফরোজা বেগম (বিএনপি)।

Upzila-election2014(1)মংলা উপজেলায় চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়াম্যান পদে ৮ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী মনোনয়পত্র জমা দিয়েছেন।

চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন, আবু তাহের হাওলাদার (আ.লীগ), মো. নুর আলম শেখ (সিপিবি), তালুকদার আক্তার ফারুক (জাপা-এরশাদ), মোল্লা আব্দুল জলিল (বিএনপি), মো. হোসেন (জামায়াত) ও সাইফুল ইসলাম। তবে বর্তমান চেয়ারম্যান শেখ ইদ্রিস আলী ইজারাদার নির্বাচন করছেন না।

ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন, আবু হোসেন হাওলাদার (বিএনপি), উৎপল কুমার (আ’লীগ), আজিজুল হাওলাদার, মোকলেছুর রহমান (জামায়াত), কোহিনুর সরদার, সনেট হালদার, শাহজাহান সিদ্দিকী ও জাহিদ হাসান।

নারী ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন, কমলা বেগম (বিএনপি), কামরুন নাহার হাই (আ’লীগ) এবং সুমি নীলা।

শরণখোলা উপজেলায় চেয়ারম্যান পদে ৭ জন, ভাইস চেয়াম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থী মনোনয়পত্র জমা দিয়েছেন।

চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন, কামাল উদ্দিন আকন (আওয়ামী লীগ), আসাদুজ্জামান মিলন (আওয়ামী লীগ), আনোয়ার হোসেন পঞ্চায়েত (বিএনপি), মতিয়ার রহমান খান (বিএনপি), গোলাম মোস্তফা, শফিকুল ইসলাম ও সেকেন্দার আলী তালুকদার।

ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন, মো. হাসানুজ্জামান, মো. মেজবাহ উদ্দিন, মো. গোলাম মোস্তাফা তালুকদার, মো. রফিকুল ইসলাম, মো. আলীম আল রেজা ও মো. মনিরুজ্জামান।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন, হোসনে আরা, সাগর আক্তার (বিএনপি), সাগর আক্তার (আ’লীগ), রাহিমা আক্তার, লাইলী কাঞ্চন, রেক্সানা বেগম ও ইভা জামান। এরমধ্যে আওয়ামী লীগের সাগর আক্তার বর্তমান নারী ভাইস চেয়ারম্যান।

বাগেরহাট জেলা নির্বাচন অফিসার মো: রুহুল আমিন মল্লিক এবং স্ব স্ব উপজেলা নির্বাচন কার্যালয়ের কর্মকর্তারা বাগেরহাট ইনফো ডটকমকে এ সব তথ্য নিশ্চিত করেছেন।

মো: রুহুল আমিন মল্লিক জানান, তৃতীয় দফা উপজেলা পরিষদ নির্বাচনে বাগেরহাটের এই ৫ টি উপজেলায় মনোনায়নপত্র যাচাই বাছাই এর শেষ সময় আগামী ১৭ ফেব্রুয়ারি এবং মনোনায়নপত্র প্রত্যাহারের শেষ সময় ধার্য রয়েছে ২৪ ফেব্রুয়ারি।

আগামী ১৫ মার্চ জেলার এ পাঁচ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

১৫ ফেব্রুয়ারি ২০১৪ :: নিউজরুম এডিটর, 
বাগেরহাট ইনফো ডটকম।।
অলীপ ঘটক/এসআই হকনিউজ ডেস্ক/বিআই

About ইনফো ডেস্ক