ভেবনা আমি কষ্টে আছি
সত্যি বলছি, আমি কষ্টে নেই
ভাবছ তো… কি ভাবে?
হ্যাঁ,
যে ভাবে তুমি আমাকে দুরে ঠেলে দিয়েছ
ঠিক তেমনি ভাবে…
সত্যি আজ তোমায় ভাবছি না
ভাবছি না নিজে কেও
ভাবছি শুধু আমার কল্পনার সপ্ন গুলোকে
যা আজ মৃত,
তোমারই হাতে হয়েছে যার অপমৃত্যু।
ভাবছি তোমার হটাৎ বদলে যাওয়া কে
ভাবছি পৃথিবীর মুখ দেখার আগেই
নির্মম হত্যাযগ্যের শিকার শিশুটির যন্ত্রনাকে।
সত্যি তোমায় মনে পড়ছে না
মনে পড়ছে না তোমার কথা,
চোখে ভাসছেনা তোমার প্রত্বি ছবি।
হয় তো, আজ আমি একা
দিশেহারা আমার প্রত্বি ছবি
তবু ভাল আছি
আছি আজও আছি,
আমি…
_ছবি: ওয়েব থেকে সংগ্রহিত.
স্বত্ব ও দায় লেখকের…
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More
kobitr kotha gula khub vlo
অনেক ধন্যবাদ স্বাধীন ভাই