সামছউদ্দীন-নাহার ট্রাস্টের চীফ ফ্যাসিলিটেটর সুব্রত কুমার মুখার্জীর মা বেলা রানী মুখার্জী পরলোক গমন করেছেন।
বার্ধক্যজনিত কারণে শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টা ২৫ মিনিটে কচুয়ায় স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। বেলা রানী মুখার্জী বাগেরহাটের কচুয়া উপজলার সাংদিয়া গ্রামের প্রয়াত রঞ্জন কান্তি মুখার্জীর স্ত্রী।
মৃত্যুকালে তিনি ৩ ছেলে, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে পরিবারসহ সর্বস্তরে শোকের ছায়া নেমে আসে। এই মহিয়সী নারীর মৃত্যুতে সামছউদ্দীন-নাহার (এসএন) ট্রাস্ট পরিবারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।
এসএন ট্রাস্টে কর্মরত কর্মীবৃন্দের পক্ষে উদ্দীপন বদর-সামছু বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক দিপঙ্কর পাল এক শোকবার্তয় শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
– সংবাদ বিজ্ঞপ্তির
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More